সংবিধানের কোন অনুচ্ছেদের আলােকে বাংলাদেশে বৈদেশিক নীতি পরিচালিত হয়?
A
অনুচ্ছেদ ২২
B
অনুচ্ছেদ ২৩
C
অনুচ্ছেদ ২৪
D
অনুচ্ছেদ ২৫
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের পররাষ্ট্রনীতি (দ্বিতীয় অধ্যায়, অনুচ্ছেদ ২৫)
বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় অধ্যায়ের ২৫ নং অনুচ্ছেদে দেশের পররাষ্ট্রনীতির মূল দিকগুলো তুলে ধরা হয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হবে কয়েকটি মূল নীতি:
-
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতি উন্নয়ন: বিশ্বের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
-
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা: অন্য দেশের স্বাধীনতা ও সমতা মেনে চলা।
-
অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
-
আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতির প্রতি শ্রদ্ধা।
এই নীতিগুলোর ভিত্তিতে রাষ্ট্র তিনটি গুরুত্বপূর্ণ কাজ করবে:
-
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি ব্যবহার এড়ানো এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রচেষ্টা চালানো।
-
(খ) প্রত্যেক জাতির স্বাধীনভাবে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ার অধিকার সমর্থন করা।
-
(গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যের বিরুদ্ধে নিপীড়িত জনগণের ন্যায্য সংগ্রাম সমর্থন করা।
সংক্ষেপে, এই অনুচ্ছেদটি বাংলাদেশকে একটি শান্তিপ্রিয়, ন্যায়পরায়ণ ও সমমর্যাদাপূর্ণ আন্তর্জাতিক নীতি অনুসরণের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে।
সংযুক্ত অন্যান্য অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ২২: নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের পৃথকীকরণ।
-
অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি সংরক্ষণ।
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতি নিদর্শনের সংরক্ষণ।
উৎস: বাংলাদেশের সংবিধান
0
Updated: 1 month ago
আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন' সংবিধানের কোন অনুচ্ছেদের বিষয়?
Created: 2 months ago
A
২৭নং অনুচ্ছেদ
B
২৫নং অনুচ্ছেদ
C
২৯নং অনুচ্ছেদ
D
২৬নং অনুচ্ছেদ
সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ – আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
-
বাংলাদেশের রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায়:
-
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে,
-
অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করবে,
-
আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করবে, এবং
-
আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা দেখাবে।
-
-
রাষ্ট্র এই নীতিগুলোর ভিত্তিতে:
-
আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য প্রচেষ্টা চালাবে,
-
প্রত্যেক জাতির নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণের স্বাধীন অধিকার সমর্থন করবে, এবং
-
সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ ও বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি সমর্থন জানাবে।
-
অন্যদিকে:
-
২৭ নং অনুচ্ছেদ – আইনের দৃষ্টিতে সমতা
-
২৯ নং অনুচ্ছেদ – সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা
-
২৬ নং অনুচ্ছেদ – মৌলিক অধিকারের সঙ্গে অসমঞ্জস আইন বাতিল
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago
বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
Created: 3 weeks ago
A
২৫
B
২৬
C
২৭
D
২৮
বাংলাদেশের সংবিধানের ২৫নং অনুচ্ছেদে দেশের পররাষ্ট্র নীতি (Foreign Policy) বিষয়ক নির্দেশনা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে, রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক এমন নীতির উপর ভিত্তি করে পরিচালিত হবে যা বিশ্বে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে।
-
জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা (Respect for national sovereignty and equality)
-
অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা (Non-interference in the internal affairs of other states)
-
আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান (Peaceful settlement of international disputes)
-
আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি শ্রদ্ধা (Respect for international law and the UN Charter principles)
এই নীতিগুলোই বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মূল ভিত্তি হিসেবে বিবেচিত। অর্থাৎ, বাংলাদেশের পররাষ্ট্রনীতি শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত।
সংবিধানের অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো নিম্নরূপ—
-
অনুচ্ছেদ ২০: অধিকার ও কর্তব্যরূপে কর্ম (Work as a right and duty)।
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য (Duties of citizens and public servants)।
-
অনুচ্ছেদ ২২: নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ (Separation of Judiciary from Executive)।
-
অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি সম্পর্কিত নির্দেশনা (National culture)।
-
অনুচ্ছেদ ২৩(ক): উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণ।
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
-
অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।
-
অনুচ্ছেদ ২৬: মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল।
-
অনুচ্ছেদ ২৭: আইনের দৃষ্টিতে সকলের সমতা (Equality before law)।
-
অনুচ্ছেদ ২৮: ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি কারণে বৈষম্য নিষিদ্ধ।
-
অনুচ্ছেদ ২৯: সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা (Equality of opportunity in public employment)।
0
Updated: 3 weeks ago
'ফ্লোর ক্রসিং' সংবিধানের কোন অনুচ্ছেদে সন্নিবেশিত করা হয়েছে?
Created: 1 month ago
A
৬৯নং অনুচ্ছেদে
B
৬8নং অনুচ্ছেদে
C
৭১নং অনুচ্ছেদে
D
৭০নং অনুচ্ছেদে
সংবিধান অনুযায়ী ফ্লোর ক্রসিং ও সম্পর্কিত বিধানসমূহ:
-
৭০তম অনুচ্ছেদ: ফ্লোর ক্রসিংকে সংজ্ঞায়িত করেছে। এটি বোঝায় সংসদ সদস্য যখন নিজের দলের নীতি বা নির্দেশনা উপেক্ষা করে বিরোধী দলের পক্ষে ভোট দেন। অর্থাৎ, সংসদ সদস্য যদি নিজের দলের পক্ষে না দাঁড়িয়ে বিরোধী দলের পক্ষে ভোট দেন, সেটি ফ্লোর ক্রসিং হিসেবে গণ্য হবে।
-
৬৮নং অনুচ্ছেদ: সংসদ সদস্যদের পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুবিধা সম্পর্কিত বিধান।
-
৬৯নং অনুচ্ছেদ: শপথগ্রহণের আগে আসন গ্রহণ বা ভোট প্রদানের ক্ষেত্রে সদস্যের উপর আরোপিত অর্থদণ্ড সম্পর্কিত নিয়ম।
-
৭১নং অনুচ্ছেদ: সংসদে দ্বৈত-সদস্যতা (একাধিক আসন দখল) নিষিদ্ধ ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান।
0
Updated: 1 month ago