পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
A
পটকা মাছ
B
হাঙ্গর
C
ডলফিন
D
জেলী ফিস
উত্তরের বিবরণ
ডলফিন (শুশুক) ও তিমি উভয়েই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণি। এরা দেখতে মাছের মতো হলেও প্রকৃতপক্ষে মাছ নয়, কারণ এদের ফুসফুস আছে এবং এরা মানুষের মতোই বাতাস গ্রহণ করে শ্বাসপ্রশ্বাস চালায়।
জলে বাস করলেও এরা পানির নিচে নিঃশ্বাস নিতে পারে না, কারণ এদের ফুলকা নেই। শ্বাস নেওয়ার জন্য এরা ব্যবহার করে শরীরের উপরের দিকে থাকা একটি বিশেষ ছিদ্র, যাকে বলা হয় ব্লো-হোল (blowhole)।
এই ব্লো-হোলের সাহায্যে ডলফিন ও তিমি জলের নিচে থেকেও শুধু মাথার ওপরের অংশটি ভেসে তুলে সহজেই বাতাস নিতে পারে। শ্বাস গ্রহণের পর ব্লো-হোলটি শক্ত পেশির মাধ্যমে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ফলে পানির একফোঁটাও ফুসফুসে ঢোকার সুযোগ পায় না।
এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে ডলফিন ও তিমি সমুদ্রজীবনে দারুণভাবে মানিয়ে নিয়েছে, আবার স্থলজ প্রাণির মতোই বাতাসে শ্বাস নিয়ে বেঁচে থাকে।
উৎস: uk.whales.org

0
Updated: 3 months ago