“তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন _____ সাহেবের কথা।”
A
আইয়ুব খান
B
ইয়াহিয়া খান
C
ভুট্টো
D
কিসিঞ্জার
উত্তরের বিবরণ
প্রশ্ন: “তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন _____ সাহেবের কথা।”
সমাধান:
তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, ১৫ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন।
তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন, প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম, ঠিক আছে, আমরা এসেম্বলীতে বসবো। আমি বললাম, এসেম্বলীর মধ্যে আলোচনা করবো; এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।
- ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।
0
Updated: 1 month ago
১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
Created: 2 months ago
A
৭
B
৮
C
৯
D
১০
প্রশ্ন: ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
সমাধান:
আজ ২৩ তারিখ হলে ১ দিন আগে ছিল ২৩ - ১ = ২২ তারিখ
২ দিন আগে ছিল ২৩ - ২ = ২১ তারিখ
একইভাবে, ১৭ দিন আগে ছিল ২৩ - ১৭ = ৬ তারিখ
তাহলে, ৬ তারিখ বলেছিল আগামীকাল তার জন্মদিন।
অর্থাৎ, ৬ + ১ = ৭ তারিখ তার জন্মদিন।
0
Updated: 2 months ago
সঠিক বানান কোনটি?
Created: 1 month ago
A
Indwelling
B
Indwling
C
Indweling
D
Indeulling
প্রশ্ন: Indwelling
সমাধান:
Indwelling বানানটি সঠিক। এর অর্থ ⇒ নিবাস
0
Updated: 1 month ago
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
Created: 2 months ago
A
OPT
B
NOON
C
SOS
D
OTTO
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
সমাধান:
• আয়নায় প্রতিফলিত হলে OTTO শব্দটির কোন পরিবর্তন হবে না।
• ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
• i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।

0
Updated: 2 months ago