A
একই দিকে
B
উল্টো দিকে
C
উলম্ব রেখায়
D
সমান্তরালে
উত্তরের বিবরণ
প্রশ্ন: স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-
সমাধান:
স্ক্রু লাগাতে হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে হয় আর খুলতে হলে বিপরীতে।
আমরা এখানে স্ক্রু লাগানোর দিকটিকেই বিবেচনায় নিব।

0
Updated: 1 day ago
০.৪ × ০.০২ × ০.০৮ = ?
Created: 1 week ago
A
০.৬৪
B
০.০৬৪
C
.০০০৬৪
D
৬.৪০
প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
সমাধান:
০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪

0
Updated: 1 week ago
আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
Created: 1 week ago
A
সোমবার
B
মঙ্গলবার
C
বৃহস্পতিবার
D
শনিবার
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
সমাধান:
আগামী পরশুর পরের দিন ⇒ রবিবার
পরশু দিন ⇒ শনিবার
আগামীকাল ⇒ শুক্রবার
আজ ⇒ বৃহস্পতিবার
গতকাল ⇒ বুধবার
∴ গতকালের আগের দিন ⇒ মঙ্গলবার

0
Updated: 1 week ago
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে-
Created: 1 week ago
A
১০%
B
২০%
C
৩৬%
D
৪০%
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে-
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r
∴ বৃত্তের ক্ষেত্রফল, πr২
২০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ২০%
= r - ০.২r
= ০.৮r
ক্ষেত্রফল হবে = π(০.৮r)২
= ০.৬৪πr২
∴ ক্ষেত্রফল কমে = πr২ - ০.৬৪πr২
= ০.৩৬πr২
∴ ক্ষেত্রফল ৩৬% কমে।

0
Updated: 1 week ago