১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
A
৩১
B
৩২
C
৩৩
D
৩৪
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
সমাধান:
৩ দ্বারা বিভাজ্য সংখ্য (২০০ - ১০০) = ১০০ ÷ ৩ = ৩৩টি
{১০২, ১০৫, ১০৮, ১১১, ১১৪, ১১৭, ১২০, ১২৩, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৪, ১৪৭, ১৫০, ১৫৩, ১৫৬, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯২, ১৯৫, ১৯৮}
মোট = ৩৩টি
0
Updated: 1 month ago
০.৪ × ০.০২ × ০.০৮ = ?
Created: 1 month ago
A
০.৬৪
B
০.০৬৪
C
.০০০৬৪
D
৬.৪০
প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
সমাধান:
০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪
0
Updated: 1 month ago
২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
Created: 1 month ago
A
বুধবার
B
বৃহস্পতিবার
C
শুক্রবার
D
শনিবার
প্রশ্ন: ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
সমাধান:
আগস্ট মাসে বাকি থাকে = ৩১ - ২৮ = ৩ দিন
সেপ্টেম্বর মাসে = ৩০ দিন
অক্টোবর মাসে = ১ দিন
মোট দিন সংখ্যা = ৩৪ দিন
৩৪ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ৬
∴ ১ অক্টোবর হবে শুক্রবার + ৬ দিন = বৃহস্পতিবার
0
Updated: 1 month ago
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?
Created: 2 months ago
A
৪ কেজি
B
৬ কেজি
C
৮ কেজি
D
১০ কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকে কত ওজন রাখতে হবে?

সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d1 = ৩ মি.
বামদিকের বস্তুর ওজন w1= ? কেজি
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d2 = ৪ মি.
ডানদিকের বস্তুর ওজন w2=৬ কেজি
এখন,
d1 × w1 = d2 × w2
বা, ৩ × w1 = ৪ × ৬
বা, w1 = (৪ × ৬)/৩
বা, w1 = ২৪/৩
∴ w1 = ৮
0
Updated: 2 months ago