নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
A
১৮/৩৬
B
৫/৩
C
১৬/৩১
D
৪/১২
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
সমাধান:
এখানে,
১৮/৩৬ = ০.৫
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
৪/১২ = ০.৩৩৩
0
Updated: 1 month ago
কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
Created: 3 weeks ago
A
৪ পয়সা
B
৯৪ পয়সা
C
৮ পয়সা
D
৮৪ পয়সা
প্রশ্ন: কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
সমাধান:
১ পাতা কাগজ বিক্রয় হয় = ২১ পয়সায়
৪ পাতা কাগজ বিক্রয় হয় = (২১ × ৪) পয়সায়
= ৮৪ পয়সায়
0
Updated: 3 weeks ago
UNWORTHY শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
Created: 1 month ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: UNWORTHY শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
সমাধান:
সঠিক উত্তর - 1 নং
0
Updated: 1 month ago
যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
Created: 1 month ago
A
246173
B
214673
C
214763
D
216473
প্রশ্ন: যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
প্রদত্ত কোডিং প্যাটার্নটি অক্ষরগুলোকে নির্দিষ্ট সংখ্যার সঙ্গে মানায়। প্রতিটি অক্ষরের মান আলাদা হলেও বিভিন্ন শব্দে একই থাকে। সমস্যাটির সমাধান নিচের মতো বিশ্লেষণ করা যায়:
প্রথমে প্রতিটি অক্ষরের মান নির্ধারণ করা হলো:
-
R ⇒ 6
-
O ⇒ 8
-
S ⇒ 2
-
E ⇒ 1
-
C ⇒ 7
-
H ⇒ 3
-
A ⇒ 4
-
I ⇒ 5
-
P ⇒ 9
এরপর SEARCH শব্দের প্রতিটি অক্ষরের মান বসানো হলো:
-
S ⇒ 2
-
E ⇒ 1
-
A ⇒ 4
-
R ⇒ 6
-
C ⇒ 7
-
H ⇒ 3
সুতরাং SEARCH-এর কোড হলো 214673।
0
Updated: 1 month ago