৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
A
১৫ মিনিট
B
২০ মিনিট
C
২৫ মিনিট
D
৩০ মিনিট
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
সমাধান:
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি।
তাহলে, বর্তমান সময় ৫টা ৩৫মিনিট।
অতএব, ৬ টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।
0
Updated: 1 month ago
ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
Created: 1 month ago
A
৫.৪ কেজি
B
৪.৫ কেজি
C
৫.২ কেজি
D
৪.৮ কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
সমাধান:
১২ × ২ = ক × ৫
⇒ ২৪ = ৫ক
⇒ ক = ২৪/৫
∴ ক = ৪.৮ কেজি
∴ ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে ৪.৮ কেজি ওজন সংযুক্ত করতে হবে।
0
Updated: 1 month ago
সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে কী বলা হয়?
Created: 4 weeks ago
A
গ লু উ খা ড়া
B
ক কূ ণ্ডূ ম প
C
ড় উ ন্ডী চ ন
D
র দা আ পা রী ব্যা
প্রশ্ন: সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে কী বলা হয়?
সমাধান:
সঠিক উত্তর হবে- ক কূ ণ্ডূ ম প
"ক কূ ণ্ডূ ম প" বর্ণগুলোকে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় তা হলো→ কূপমণ্ডূক
সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে কূপমণ্ডূক বলা হয়।
অন্যদিকে,
র দা আ পা রী ব্যা → আদার ব্যাপারী = নগণ্য ব্যক্তি
ড় উ ন্ডী চ ন → উড়নচণ্ডী = অমিতব্যয়ী
গ লু উ খা ড়া → উলুখাগড়া = গুরুত্বহীন ব্যক্তি
উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 4 weeks ago
নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
Created: 1 month ago
A
১৮/৩৬
B
৫/৩
C
১৬/৩১
D
৪/১২
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
সমাধান:
এখানে,
১৮/৩৬ = ০.৫
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
৪/১২ = ০.৩৩৩
0
Updated: 1 month ago