A
১১১
B
১০১
C
০১১
D
০০১
উত্তরের বিবরণ
বাইনারি সংখ্যায় ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে অর্থাৎ সংখ্যার বিটগুলােকে উল্টিয়ে, সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) গঠন পাওয়া যায়।
অতএব, ১০০ সংখ্যাটির ১ এর পরিপূরক হলো ০১১।

0
Updated: 1 day ago
বাইনারি সংখ্যা 11010 এর ২ এর পরিপূরক (2’s Complement) কত?
Created: 1 week ago
A
01010
B
00110
C
00101
D
01011
২-এর পরিপূরক (2's Complement)
কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিট উল্টে দিলে (0 → 1, 1 → 0) যে সংখ্যা পাওয়া যায় তাকে ১-এর পরিপূরক (1’s Complement) বলে।
কোনো বাইনারি সংখ্যার ১-এর পরিপূরকের সাথে ১ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ২-এর পরিপূরক (2’s Complement) বলা হয়।
১৯৪৫ সালে জন ভন নিউম্যান (John von Neumann) প্রথম EDSAC কম্পিউটারে ২-এর পরিপূরক ব্যবহারের প্রস্তাব করেন।
উদাহরণ:
প্রদত্ত সংখ্যা = 11010
Step 1: ১-এর পরিপূরক নির্ণয়
11010 → 00101
Step 2: এতে ১ যোগ করতে হবে
00101 + 1 = 00110
অতএব, 11010 এর ২-এর পরিপূরক হলো 00110
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি

0
Updated: 1 week ago
(১২A)১৬ = (?)২
Created: 2 days ago
A
১০১০০১০১
B
১০০১০১০১০
C
১০০১০১০১০
D
১১০০১০০১
হেক্সাডেসিমাল → বাইনারি রূপান্তর
ধাপসমূহ:
-
হেক্সাডেসিমেল সংখ্যা লিখো।
-
প্রতিটি হেক্সাডেসিমেল অঙ্ককে ৪-বিট বাইনারি হিসেবে রূপান্তর করো:
-
সবগুলো মিলিয়ে লেখো:
উপসংহার:
উৎস:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 2 days ago
কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতিতে কাজ করে?
Created: 3 days ago
A
রোমান
B
বাইনারি
C
দশমিক
D
ষোড়শিক
বাইনারি সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ২টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
যেমন-(১০১০)।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০ এবং ১ এই দুইটি প্রতিক বা চিহ্ন ব্যবহার করা হয়।
- বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে ২।
- এ পদ্ধতিতে ০ এবং ১ মোট ২টি মৌলিক অঙ্ক আছে।
- বাইনারি সংখ্যার মাধ্যমে কম্পিউটারের সমস্ত যোগ বিয়োগ ও অন্যান্য কার্যাদি সম্পন্ন করা হয়।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

0
Updated: 3 days ago