A
মাটির অনেক গভীরে থাকে
B
ভিজা ও নরম
C
পাহাড়ী এলাকায় পাওয়া যায়
D
দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
উত্তরের বিবরণ
পীট কয়লা হলো একটি স্পঞ্জের মতো জৈব পদার্থ, যা প্রধানত উদ্ভিজ্জ উপাদানের আংশিক পচনের ফলে সৃষ্টি হয়। এটি কয়লার প্রাথমিক ও সর্বনিম্ন মানের রূপ হিসেবে পরিচিত, যা মাটির নিচের স্তর থেকে আহরণ করা হয়।
পীট কয়লা সাধারণত আর্দ্র ও নরম প্রকৃতির হওয়ায় দহনের সময় খুব কম পরিমাণে তাপ উৎপন্ন করে। তবে শুষ্ক অবস্থায় এটি সহজেই দহনযোগ্য। এতে কিছুটা শনাক্তযোগ্য উদ্ভিজ্জ কণিকা থাকলেও, স্ফটিক বা মণিক প্রায় অনুপস্থিত।
উৎস: রসায়ন দ্বিতীয় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) ও ব্রিটানিকা।

0
Updated: 1 month ago