মধ্যযুগের শেষ কবি কে?
A
আব্দুল হাকিম
B
বড়ু চণ্ডীদাস
C
আলাওল
D
ভারত চন্দ্র রায় গুণাকর
উত্তরের বিবরণ
অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- তিনি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গলকাব্য রচনা করেন।
- রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে ‘মধ্যযুগের শেষ বড় কবি’ বলা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
কোনটি বাংলা সাহিত্যের মধ্যযুগ?
Created: 1 month ago
A
১২০১-১৮০০ খ্রি.
B
১৫০১-১৯০০ খ্রি.
C
১২০১-১৩৫০ খ্রি.
D
৯০১- ১২০০ খ্রি.
বাংলা সাহিত্যের মধ্যযুগ ১২০১ থেকে ১৮০০ সাল পর্যন্ত বিস্তৃত। অনেকে ১২০০ থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়টিকে যুগসন্ধি বা অন্ধকার যুগ হিসেবে অভিহিত করেন। মধ্যযুগের প্রথম নিদর্শন হলো বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য, আর প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর পঞ্চদশ শতকে প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য ‘ইউসুফ-জোলেখা’ রচনা করেন। এই যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য নিদর্শন হলো অনুবাদ সাহিত্য।
মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
শ্রীকৃষ্ণকীর্তন
-
ইউসুফ-জোলেখা
-
রামায়ণ
-
মঙ্গলকাব্য
-
ডাক ও খনার বচন
-
নূরনামা
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপখ্যান ধারার প্রবর্তক-
Created: 2 months ago
A
সাবিরিদ খান
B
শাহ মুহাম্মদ সগীর
C
দৌলত উজির বাহরাম খান
D
কোরেশী মাগন ঠাকুর
শাহ মুহাম্মদ সগীর
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি
-
জন্ম: আনুমানিক ১৪ শতকের শেষ ভাগে, মৃত্যু ১৫ শতকে
-
গিয়াসউদ্দিন আজম শাহের সভাকবি
-
তাঁর পৃষ্ঠপোষকতায় রচিত কাব্য: ‘ইউসুফ জোলেখা’
-
এই কাব্যের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রবর্তন করেন
0
Updated: 2 months ago
মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?
Created: 1 month ago
A
গদ্যনির্ভর
B
ধর্মনির্ভর
C
কল্পনানির্ভর
D
রূপকথানির্ভর
মধ্যযুগ বাংলা সাহিত্যে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্তকালকে বোঝায়। এই সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিকতা, যেখানে মানবতার গুরুত্ব তুলনামূলকভাবে গৌণ।
মধ্যযুগের প্রধান সাহিত্যধারা এবং বৈশিষ্ট্যসমূহ:
-
বৈষ্ণব সাহিত্য
-
মঙ্গলকাব্য
-
শাক্তপদ
-
অনুবাদ সাহিত্য
-
নাথ সাহিত্য
-
জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য
-
লোক সাহিত্যধারা
বিশেষ দ্রষ্টব্য:
-
বৈষ্ণব সাহিত্যধারা মধ্যযুগের সাহিত্যে পরিমাণ ও গুণের দিক থেকে সমৃদ্ধ।
-
লোক সাহিত্যধারা ব্যতিক্রমী, কারণ এতে ধর্ম বা দেব-দেবীর চেয়ে মানুষের গুরুত্ব বেশি, এবং মানবিক প্রণয় ও কামনাকে মূল বিবেচনা করা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago