যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
A
রবিবার
B
সােমবার
C
মঙ্গলবার
D
বুধবার
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৮তম দিন কী বার হবে?
সমাধান:
২য় দিন = সোমবার
(২ + ৭) বা ৯ তম দিন= সোমবার
(৯ + ৭) বা ১৬ তম দিন= সোমবার
১৭ তম দিন = মঙ্গলবার
১৮ তম দিন = বুধবার
0
Updated: 1 month ago
নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
Created: 1 month ago
A
রা ত্র হো অ
B
র বা ধী প নি
C
দ্র তা রি দা
D
সা ব ব অ ধ্যা
প্রশ্ন: নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
সমাধান:
অহোরাত্র (অব্যয়)
দিবারাত্র; সর্বক্ষণ
- এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয় - রবীন্দ্রনাথ ঠাকুর
(ক্রিয়া বিশেষণ) এক সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা।
{(তৎসম বা সংস্কৃত) অহন্=অহঃ + রাত্রি= অহোরাত্র; দ্বন্দ্বসমাস}
সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
0
Updated: 1 month ago
কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
Created: 3 weeks ago
A
৪ পয়সা
B
৯৪ পয়সা
C
৮ পয়সা
D
৮৪ পয়সা
প্রশ্ন: কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
সমাধান:
১ পাতা কাগজ বিক্রয় হয় = ২১ পয়সায়
৪ পাতা কাগজ বিক্রয় হয় = (২১ × ৪) পয়সায়
= ৮৪ পয়সায়
0
Updated: 3 weeks ago
প্রশ্ন-চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 1 month ago
A
৬৪
B
৬৬
C
৬৮
D
৭২
এখানে,
৫ × ৯ + ৩ = ৪৮
৭ × ৮ + ৪ = ৬০
৯ × ৭ + ৫ = ৬৮
0
Updated: 1 month ago