পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
A
শ্বশুর
B
পিতা
C
চাচা
D
ভাই
উত্তরের বিবরণ
প্রশ্ন: পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
সমাধান:
ক হলেন গ এর মা;
এবং, খ হচ্ছেন বাবা।
গ হচ্ছে ঙ এর স্ত্রী। অর্থাৎ, গ - ক ও খ এর মেয়ে। আর ঙ তাদের মেয়ে-জামাই।
তাহলে, খ (বাবা) হচ্ছেন ঙ এর শ্বশুর।
0
Updated: 1 month ago
‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?
Created: 1 month ago
A
topic
B
examination
C
party
D
participant
প্রশ্ন: ‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?
সমাধান:
Participant বা প্রতিযোগী/অংশগ্রহনকারী ছাড়া প্রতিযোগিতা অসম্ভব।
Topic, Examination, Party - ছাড়াও প্রতিযোগীতা হতে পারে।
0
Updated: 1 month ago
কোন শব্দযুগলটি ভিন্ন?
Created: 1 month ago
A
False, True
B
Sharp, Blunt
C
Love, Affection
D
Abundance, Scarcity
প্রশ্নের বিশ্লেষণ
-
False – মিথ্যা
-
True – সত্য
➡️ একে অপরের বিপরীতার্থক (Antonym)। -
Sharp – তীক্ষ্ণ
-
Blunt – ভোঁতা
➡️ এটিও বিপরীতার্থক (Antonym)। -
Love – ভালোবাসা
-
Affection – প্রেম
➡️ এখানে শব্দ দুটির অর্থ কাছাকাছি, অর্থাৎ সমার্থক (Synonym)। -
Abundance – প্রাচুর্য
-
Scarcity – ঘাটতি
➡️ একে অপরের বিপরীতার্থক (Antonym)।
উপসংহার: এখানে চারটি অপশনের মধ্যে কেবলমাত্র (গ) নম্বর অপশনটিতে Synonym (সমার্থক শব্দ) আছে। আর বাকি সবগুলোতে Antonym (বিপরীতার্থক শব্দ) দেওয়া হয়েছে। তাই ভিন্ন অপশন হলো (গ) – Love & Affection।
তথ্যসূত্র: Oxford Advanced Learner’s Dictionary, Cambridge English Dictionary.
0
Updated: 1 month ago
রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
Created: 1 month ago
A
পূর্ব
B
পশ্চিম
C
উত্তর
D
দক্ষিণ
প্রশ্ন: রহিম উত্তর দিকে ১০ মাইল হেঁটে ডানদিকে ঘুরে ৫ মাইল হাঁটেন। তারপর ডানদিকে ঘুরে ২ মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন?
সমাধান:

0
Updated: 1 month ago