যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
A
AND গেইট
B
OR গেইট
C
NAND গেইট
D
উপরের কোনটিই নয়
উত্তরের বিবরণ
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম - NAND গেইট।
NAND গেইট
- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
- একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago
টেলিযোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত GSM-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
General Service for Messaging and Information Exchange
B
Global Satellite for Mobility and Telecommunication Services
C
General Security Module for Digital Mobile Networks
D
Global System for Mobile Communications
GSM হলো একটি ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি যা মোবাইল ফোনে ভয়েস কল, SMS এবং মোবাইল ডেটা পরিষেবা প্রদান করে। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড এবং সাধারণত দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সিস্টেম হিসেবে পরিচিত।
-
GSM-এর পূর্ণরূপ: Global System for Mobile Communications
-
১৯৮২ সালে European Telecommunications Standards Institute (ETSI) দ্বারা বিকাশ করা হয়।
-
Key Features:
-
TDMA (Time Division Multiple Access) প্রযুক্তি ব্যবহার করে একাধিক ব্যবহারকারীকে একই ফ্রিকোয়েন্সিতে সংযোগের সুবিধা প্রদান।
-
SIM (Subscriber Identity Module) Card ব্যবহার করে নেটওয়ার্ক অথেন্টিকেশন নিশ্চিত করা হয়।
-
2G নেটওয়ার্ক হিসেবে শুরু হলেও পরবর্তীতে 3G, 4G এবং 5G প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছে।
-
International Roaming Support এর মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবহার সম্ভব।
-
0
Updated: 1 month ago
সাধারণ একটি IMEI নম্বরে কয়টি ডিজিট থাকে?
Created: 2 weeks ago
A
15
B
12
C
14
D
16
IMEI (International Mobile Equipment Identity) হলো প্রতিটি মোবাইল ডিভাইসের জন্য একটি অনন্য ১৫ সংখ্যার নম্বর যা ডিভাইসকে স্বতন্ত্রভাবে সনাক্ত করে—এর মাধ্যমে ফোনের উৎপত্তি, মডেল ও আসলত্ব যাচাই করা যায় এবং হারানো বা চুরির ক্ষেত্রে ফোন ব্লক/ট্র্যাক করা সম্ভব।
• IMEI নম্বর সাধারণত ১৫ সংখ্যা বিশিষ্ট।
• নম্বরটি সাধারণত চারটি অংশে বিভক্ত: TAC (Type Allocation Code), FAC (Final Assembly Code), SNR (Serial Number) এবং SP (Spare/Check Digit)।
• TAC থেকে ডিভাইসের ধরন ও মডেল সম্পর্কে তথ্য পাওয়া যায়; SNR হলো ডিভাইসের সিরিয়াল নম্বর।
• ডিভাইসের হার্ডওয়্যারের সাথে IMEI স্থায়ীভাবে জড়িত থাকে এবং এটি সাধারণত পরিবর্তন করা যায় না (IMEI পরিবর্তন অবৈধ এবং আইনগত জটিলতা থাকতে পারে)।
• IMEI দেখতে বা জানা যায়: ফোন সেটিংসে, ব্যাটারি কম্পার্টমেন্টে মুদ্রিত অবস্থায় অথবা *ডায়াল করে #06# করে।
• মোবাইল নেটওয়ার্ক অপারেটররা IMEI ব্যবহার করে ডিভাইস যাচাই, ট্র্যাক ও হারানো/চুরি হওয়া ডিভাইস ব্লক করার কাজ করে।
• IMEI-এর মাধ্যমে ডিভাইসের উৎপাদন দেশ, নির্মাতা ও মডেল সম্পর্কিত অতিরিক্ত মেটাডাটা পাওয়া যেতে পারে।
• IMEI নম্বর নিরাপত্তা ও মালিকানার প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ এবং চুরি প্রতিরোধে সহায়তা করে।
0
Updated: 2 weeks ago
কোনটিকে সার্বজনীন ডিজিটাল লজিক গেইট বলা হয়?
Created: 1 month ago
A
XOR
B
AND
C
NOR
D
OR
• NOR গেইটকে সার্বজনীন ডিজিটাল লজিক গেইট বলা হয়।
• সার্বজনীন লজিক গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
• মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.
• সার্বজনীন লজিক গেইট:
- NAND Gate,
- NOR Gate.
• বিশেষ লজিক গেইট:
- XOR Gate, XNOR Gate.
0
Updated: 1 month ago