A
বাস টপােলজি
B
রিং টপােলজি
C
স্টার টপােলজি
D
ট্রি টপােলজি
উত্তরের বিবরণ
নেটওয়ার্ক টপোলজি ও তাদের বৈশিষ্ট্য
১. স্টার টপোলজি
-
স্টার টপোলজিতে সব কম্পিউটার একটি কেন্দ্রিয় ডিভাইসের সাথে যুক্ত থাকে।
-
কেন্দ্রিয় ডিভাইসটি হতে পারে হাব বা সুইচ।
-
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা পাঠাতে হলে ডাটা প্রথমে কেন্দ্রিয় ডিভাইসে যায়, তারপর তা প্রাপকের কাছে পৌঁছায়।
-
হাব বা সুইচ ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
-
সংক্ষেপে, স্টার টপোলজিতে কেন্দ্রভিত্তিক সংযোগ থাকে।
২. রিং টপোলজি
-
রিং টপোলজিতে কম্পিউটারগুলো বৃত্তাকারে সংযুক্ত থাকে।
-
প্রতিটি কম্পিউটার দুই পাশের কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
-
শেষ কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত হয়ে পুরো রিং সম্পূর্ণ করে।
৩. বাস টপোলজি
-
বাস টপোলজিতে সব কম্পিউটার একটি মুখ্য ক্যাবলের সাথে সংযুক্ত থাকে।
-
একে লিনিয়ার বাস টপোলজিও বলা হয়।
-
ডাটা মূল ক্যাবলের মাধ্যমে কম্পিউটারগুলোর মধ্যে চলে।
৪. ট্রি টপোলজি
-
ট্রি টপোলজিতে কম্পিউটারগুলো গাছের শাখার মতো স্তরভিত্তিকভাবে সংযুক্ত থাকে।
-
এটি মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপ।
-
প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর হোস্ট হিসেবে কাজ করে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago