A
Lord Jim
B
The Rainbow
C
Ulysses
D
A Passage to India
উত্তরের বিবরণ
'Lady Chatterley's Lover' উপন্যাসটির রচয়িতা D.H. Lawrence। এবার option গুলো দেখা যাক-
সুতরাং, সঠিক উত্তর Option খ।

0
Updated: 1 day ago
Who is not an Irish writer?
Created: 1 month ago
A
Oscar Wilde
B
James Joyce
C
Jonathan Swift
D
D. H. Lawrence
David Herbert Richards Lawrence (D.H. Lawrence) একজন বিখ্যাত ঔপন্যাসিক ও চিত্রকর। তিনি ১৮৮৫ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর তারিখে ইংল্যান্ডের Nottinghamshire শহরের Eastwood নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত রচনাসমূহ হল- The White Peacock (novel), The White Horse (poem), Sons and Lovers (autobiography), The Rainbow (novel), Lady Chatterley's Lovers (novel) ইত্যাদি।

0
Updated: 1 month ago
"Lady Chatterley's Lover" was written by the author of -
Created: 1 day ago
A
Lord Jim
B
The Rainbow
C
Ulysses
D
A Passage to India
প্রশ্নে জানতে চাওয়া হয়েছে - নিচে উল্লিখিত কোন সাহিত্যকর্মের লেখক Lady Chatterley's Lover এরও লেখক। অর্থাৎ, নিচের অপশনগুলোর মধ্যে এমন কোন একটা সাহিত্যকর্ম আছে যেটির লেখক এবং Lady Chatterley’s Lover-এর লেখক একই ব্যক্তি।
- Lady Chatterley's Lover -এর লেখক হলেন D. H. Lawrence
• অন্যদিকে,
- Lord Jim-এর লেখক Joseph Conrad
- The Rainbow-এর লেখক D. H. Lawrence
- Ulysses-এর লেখক James Joyce
- A Passage to India-এর লেখক E. M. Forster
• সুতরাং, দেখা যাচ্ছে - Lady Chatterley's Lover এবং The Rainbow হল দুটো উপন্যাসের নাম এবং দুটোরই লেখক D. H. Lawrence।
- তাই, সঠিক উত্তর - The Rainbow।
--------------------------
• Lady Chatterley's Lover:
- Modern Period এর স্বনামধন্য সাহিত্যিক D. H Lawrence রচিত ই উপন্যাসটি ১৯৩২ সালে প্রথম England এ প্রকাশিত হয়।
- কিন্তু ১৯৫৯ সালে নিউইয়র্কে এবং ১৯৬০ সালে লন্ডনে এর সম্পূর্ণ বই টি প্রকাশ পায়।
- এই উপন্যাসটি লেখকের বিশ্বাসকে প্রতিফলিত করে যে পুরুষ এবং মহিলাদের অবশ্যই শিল্পোন্নত সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করতে হবে এবং আবেগপ্রবণ প্রেমের জন্য তাদের স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করতে হবে।
• Summary:
- Sir Clifford Chatterley একজন সম্পদশালী জমিদার; জটিল রোগে আক্রান্ত হয়ে যার কোমরের নিচের অংশ অবশ হয়ে গেছে।
- তিনি বিছানায় পড়ে থাকেন সারাদিন আর বইয়ের পাতায় ডুবিয়ে রাখেন নিজেকে।
- তার স্ত্রীর নাম Constanc (The Lady from the title) -যিনি স্বামীর অক্ষমতার কারণে শারীরিক এবং মানসিক অশান্তিতে ভুগে সারাদিন।
- একজন বই প্রকাশকের সাথে অসম্পুর্ণ এবং অবৈধ প্রণয়ের পর, তিনি একজন নিম্নবিত্ত এবং তার স্বামীর অধীনে চাকরি করা Oliver Mellors এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।।
- Oliver Mellors একজন নিম্নবিত্ত শ্রেণীর লোক, কিন্তু সুপুরুষ; Chatterley এর আহবান সে উপেক্ষা করতে পারে না - অবৈধ প্রণয়ে মত্ত হয় দুজন।
• Characters of the novel -
- Lady Chatterley (Constanc),
- Oliver Mellors, (the lover of the lady)
- Sir Clifford Chatterley,
- Mrs. Bolton,
- Michaelis, etc.
---------------------------
• The Rainbow
- D. H. Lawrence এর লেখা এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
- প্রকাশিত হবার অল্প কিছুদিনের মধ্যেই উপন্যাসে যৌন উপাদানের বিস্তৃতি থাকার কারণে উপন্যাসটিকে Obscene বা অশ্লীল এবং আপত্তিকর উপন্যাস হিসেবে ঘোষণা করা হয়।
- পরবর্তীতে এটি নিষিদ্ধ ঘোষিত হয়।
- আধুনিক সভ্যতা এবং ঐতিহ্যের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব, মানব মননের উপর যে নেতিবাচক প্রভাব ফেলে তার উপর ভিত্তি করে উপন্যাসটি রচিত।
- এছাড়াও, বিবাহের মতো প্রথাকে লেখক তার লেখার মাধ্যমে, তিনি ব্যর্থ ও অপ্রয়োজনীয় প্রমাণ করার চেষ্টা চালিয়েছেন বলে মনে করা হয়।
- Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী এই উপন্যাসের কেন্দ্রবিন্দু।
• Characters of the novel -
- Tom Brangwen,
- Lydia Lensky,
- Anna Lensky
- Tilly,
- William (Will) Brangwen,
- Ursula Brangwen, etc.
• D.H. Lawrence, in full David Herbert Lawrence, English author of novels, short stories, poems, plays, essays, travel books, and letters.
• His most famous novels are -
- Lady Chatterley's Lover,
- Sons and Lovers,
- The White Peacock,
- The Rainbow,
- Women in Love,
- A Modern Lover.
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 1 day ago
What is the main theme of Sons and Lovers?
Created: 1 month ago
A
Family and love
B
War
C
Politics
D
Adventure

0
Updated: 1 month ago