A
আয়রন
B
কার্বন
C
টাংস্টেন
D
লেড
উত্তরের বিবরণ
বৈদ্যুতিক বাল্ব
-
বৈদ্যুতিক বাল্বের আলো উৎপাদনের মূল অংশ হলো ফিলামেন্ট, যা টাংস্টেন ধাতুর।
-
বাল্বের ভেতরে দুটি প্রান্তের সঙ্গে একটি পাতলা টাংস্টেন তারের কুণ্ডলী সংযুক্ত থাকে; এটিই ফিলামেন্ট।
-
যখন বাল্বটি বিদ্যুৎ উৎসের সঙ্গে যুক্ত করা হয়, ফিলামেন্টে তীব্র তাপ উৎপন্ন হয় এবং এটি উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করে।
উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি

0
Updated: 1 day ago
বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?
Created: 1 week ago
A
টাইক্লোরোটাইফ্লুরো ইথেন
B
টেট্রাফ্লুরো ইথেন
C
ডাইক্লোরো ডাইফ্লুরো
D
ইথেন আর্গন
পরিবেশবান্ধব ফ্রিজ (Environmentally Friendly Refrigerators)
-
প্রচলিত এয়ার কন্ডিশনার এবং ফ্রিজে ব্যবহৃত অনেক রেফ্রিজারেন্টে ফ্লোরিনযুক্ত গ্যাস থাকে, যা ওজোন স্তর ক্ষয় করতে পারে এবং পরিবেশের জন্য ক্ষতিকর।
-
পরিবেশবান্ধব ফ্রিজ এই ক্ষতিকর গ্যাসগুলোর পরিবর্তে জলবায়ু-সুরক্ষামূলক বিকল্প রেফ্রিজারেন্ট ব্যবহার করে।
-
এগুলি যদি শক্তি-দক্ষ প্রযুক্তির সাথে মিলিত হয়, তাহলে রেফ্রিজারেন্ট লিকেজের কারণে শক্তির অপচয় ও পরিবেশ দূষণ দুটোই কমানো সম্ভব।
পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্টের মানদণ্ড:
-
রেফ্রিজারেন্টের ওজোন ক্ষয় সম্ভাবনা (ODP) এবং গ্লোবাল ওয়ার্মিং সম্ভাবনা (GWP) দ্বারা তার পরিবেশগত প্রভাব পরিমাপ করা হয়।
-
সবচেয়ে পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট হলো হাইড্রোফ্লোরোকার্বন (HFC) এবং হাইড্রোফ্লোরো-ওলেফিনস (HFO)।
-
বর্তমানে ফ্রিজে হিমায়ক হিসেবে ফ্রেয়নের পরিবর্তে R-134a (টেট্রাফ্লোরোইথেন), R-290 (আইসোপ্রোপেন), এবং R-600a (আইসোবিউটেন) ব্যবহার করা হচ্ছে।
উৎস: Environmentally Friendly Refrigerants, American Biotech Supply

0
Updated: 1 week ago
সংকর ধাতু পিতলের(Brass) উপাদান-
Created: 3 weeks ago
A
তামা ও টিন
B
তামা ও দস্তা
C
তামা ও সীসা
D
তামা ও নিকেল
সংকর ধাতু পিতলে ৬৫% তামা এবং ৩৫% দস্তা মিশ্রিত থাকে।
• সংকর ধাতু:
- বিভিন্ন ধাতু একত্রে মিশিয়ে সংকর ধাতু তৈরি করা হয়।
- এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুকে সমান পরিমাণে মেশানো হয় না।
- সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্ৰধান ধাতু এবং অন্য এক বা একাধিক পদার্থ থাকে অপ্রধান ধাতু বা অধাতু।
যেমন - পিতলের মধ্যে প্রধান ধাতু কপার থাকে 65% এবং জিংক 35% থাকে।
- প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করা হয়।
যেমন-
• স্টিলের মধ্যে লোহা প্রধান ধাতু এবং কার্বন অপ্রধান অধাতু। স্টিলে লোহা থাকে 99% এবং কার্বন থাকে 1% এজন্য স্টিলকে লোহার সংকর ধাতু বলা হয়।
• কাঁসার মধ্যে প্রধান ধাতু কপার থাকে 90%, টিন থাকে 10%। এজন্য কাঁসা কপারের সংকর ধাতু।
• আবার, পিতলে প্রধান ধাতু কপার থাকে 65% এবং অপ্রধান ধাতু জিংক থাকে 35%। এজন্য পিতলও কপারের সংকর ধাতু।
- কপারের দুইটি সংকর ধাতু আছে। যথা: পিতল (ব্রাস) ও কাঁসা (ব্রোঞ্জ)।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

0
Updated: 3 weeks ago
ভারী পানির রাসায়নিক সংকেত-
Created: 3 weeks ago
A
2H2O2
B
H2O
C
D2O
D
HD2O2
পানি
-
পানির রাসায়নিক সংকেত হলো H₂O।
-
যখন পানির হাইড্রোজেনের পরিবর্তে ডিউটেরিয়াম থাকে, তখন সেটিকে ভারী পানি বলে। এর সংকেত হলো D₂O।
-
ভারী পানির রাসায়নিক নাম ডিউটেরিয়াম অক্সাইড।
-
সাধারণ পানিতে থাকে প্রোটিয়াম (H এর সাধারণ রূপ) ও অক্সিজেন।
-
কিন্তু ভারী পানিতে থাকে ডিউটেরিয়াম ও অক্সিজেন।
-
হাইড্রোজেনের তিনটি প্রধান আইসোটোপ হলো: প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম।
-
সাধারণভাবে হাইড্রোজেন বলতে আমরা আসলে প্রোটিয়ামকেই বুঝি।
উৎস: মাধ্যমিক রসায়ন (নবম-দশম শ্রেণি)

0
Updated: 3 weeks ago