ইলেক্ট্রনিক বাল্ব-এর ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
A
আয়রন
B
কার্বন
C
টাংস্টেন
D
লেড
উত্তরের বিবরণ
বৈদ্যুতিক বাল্ব
-
বৈদ্যুতিক বাল্বের আলো উৎপাদনের মূল অংশ হলো ফিলামেন্ট, যা টাংস্টেন ধাতুর।
-
বাল্বের ভেতরে দুটি প্রান্তের সঙ্গে একটি পাতলা টাংস্টেন তারের কুণ্ডলী সংযুক্ত থাকে; এটিই ফিলামেন্ট।
-
যখন বাল্বটি বিদ্যুৎ উৎসের সঙ্গে যুক্ত করা হয়, ফিলামেন্টে তীব্র তাপ উৎপন্ন হয় এবং এটি উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করে।
উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি
0
Updated: 1 month ago
গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
Created: 2 months ago
A
বেকেরেল রশ্মি
B
গামা রশ্মি
C
X-রশ্মি
D
বিটা-রশ্মি
এক্স-রশ্মি (রঞ্জন রশ্মি)
-
এক্স-রশ্মি আবিষ্কার করেন জার্মান পদার্থবিদ উইলহেলম রন্টজেন।
-
এটি আবিষ্কৃত হয় ১৮৯৫ সালে।
-
এক্স-রশ্মি আবিষ্কারের জন্য রন্টজেনকে ১৯০১ সালে নোবেল পুরস্কার দেওয়া হয়।
-
এক্স-রশ্মি হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের এক প্রকার।
-
এর তরঙ্গদৈর্ঘ্য প্রায় ১০⁻⁸ মি. থেকে ১০⁻¹³ মি. পর্যন্ত।
-
এক্স-রশ্মি উচ্চভেদন ক্ষমতাসম্পন্ন, অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে।
এক্স-রশ্মির ব্যবহার
-
হীরক সনাক্তকরণ।
-
হাড়ে ফাটল বা দাগ শনাক্তকরণ, যেমন স্থানচ্যুত বা ভাঙা হাড়।
-
মানবদেহের ভিতরের অবস্থা নির্ণয়, যেমন ফুসফুস বা শরীরের ভেতরের ক্ষত।
-
গোয়েন্দা কাজে, যেমন কাঠের বাক্স বা চামড়ার ব্যাগে লুকানো বিস্ফোরক চিহ্নিত করা।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
Created: 1 month ago
A
পুকুরের পানিতে
B
লেকের পানিতে
C
নদীর পানিতে
D
সাগরের পানিতে
নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ সাধারণত বেশি থাকে। কারণ নদীর পানি সবসময় প্রবাহিত হয় এবং এতে ঢেউ ও স্রোতের মাধ্যমে পানি বারবার বাতাসের সংস্পর্শে আসে। ফলে বাতাস থেকে অক্সিজেন পানিতে সহজে মিশে যায়।
অন্যদিকে, স্থির জলাশয় যেমন পুকুর বা লেকের পানি নড়াচড়া করে না বললেই চলে, তাই সেখানে বাতাস থেকে পর্যাপ্ত অক্সিজেন শোষিত হতে পারে না। এ কারণেই স্থির পানিতে মাছ প্রায়ই শ্বাসকষ্টে ভোগে।
অন্যদিকে সাগরের পানিতে অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। এর মূল কারণ হলো সাগরের গভীরতা ও অতিরিক্ত লবণাক্ততা, যা অক্সিজেন মিশ্রণ প্রক্রিয়াকে সীমিত করে।
উৎসঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জীববিজ্ঞান পাঠ্যপুস্তক (বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড - NCTB)
0
Updated: 1 month ago
লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
Created: 2 months ago
A
বেগুনী
B
সবুজ
C
হলুদ
D
কালো
লাল আলোতে নীল বা হলুদ রঙের জিনিসগুলো কালো দেখায়।
-
কারণ, কোনো বস্তুর রঙ তার নিজের রঙের আলো ছাড়া অন্য রঙের আলো শোষণ করে নেয়।
-
তাই, লাল আলোতে হলুদ রঙের বস্তু লাল আলো শোষণ করে নেয়।
-
এতে করে কোনো আলো প্রতিফলিত হয় না।
-
ফলে, লাল আলোতে হলুদ বস্তু কালো দেখায়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago