আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হলো-
A
কম্পিউটার
B
অফসেট পদ্ধতি
C
ফটো লিথোগ্রাফী
D
প্রসেস ক্যামেরা
উত্তরের বিবরণ
লিথোগ্রাফিক বা অফসেট প্রিন্টিং—সংক্ষেপে লিথো প্রিন্টিং—একটি জনপ্রিয় মুদ্রণপ্রযুক্তি, যেখানে একটি বিশেষ প্লেট ব্যবহার করা হয়। এই প্লেটে কাঙ্ক্ষিত চিত্র বা পাঠ্য বসানো হয় এবং এরপর সেটিকে কালি দ্বারা আচ্ছাদিত করে মুদ্রণের কাজ সম্পন্ন করা হয়।
এই পদ্ধতির মাধ্যমে কাগজ, কার্ডবোর্ডসহ নানা ধরনের পৃষ্ঠে সহজেই মুদ্রণ করা যায়। আধুনিক প্রিন্টিং টেকনোলজিতে ধাতব অক্ষরের ব্যবহার অনেকটাই বিলুপ্ত হয়েছে মূলত এই ফটো লিথোগ্রাফি পদ্ধতির সুবাদে।
যে উপকরণে মুদ্রণ করা হবে, সেটিকে প্লেটের বিপরীতে স্থাপন করা হয়, ফলে চিত্র বা লেখার অংশগুলোতে কালি শোষিত হয়। এই পুরো প্রক্রিয়ায় কালির সঠিক মিশ্রণ এবং যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করতে অত্যন্ত নিখুঁত দক্ষতার প্রয়োজন হয়।
উৎস: sciencedirect.com

0
Updated: 3 months ago