A
গ্লিসারিন
B
ফিটকিরি
C
সােডিয়াম ক্লোরাইড
D
ক্যালসিয়াম কার্বোনেট
উত্তরের বিবরণ
লবণ (Salt)
-
ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3) পানিতে দ্রবীভূত হয় না।
-
খাবারের স্বাদ বাড়াতে যেসব লবণ ব্যবহৃত হয় সেগুলো হলো –
সোডিয়াম ক্লোরাইড (NaCl) এবং সোডিয়াম গ্লুটামেট (C5H8NO4Na)। -
মাটির অম্লতা বা এসিডিটি কমানোর জন্য চুনাপাথর (CaCO3) ব্যবহার করা হয়। এটি একটি লবণ।
-
মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তার বেশিরভাগই আসলে লবণ জাতীয় যৌগ।
যেমন –-
অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3)
-
অ্যামোনিয়াম ফসফেট ((NH4)3PO4)
-
পটাসিয়াম নাইট্রেট (KNO3) ইত্যাদি।
-
-
কৃষিকাজে রোগ প্রতিরোধের জন্য কপার সালফেট (CuSO4) বা তুঁতে বহুল ব্যবহৃত একটি লবণ। এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কার্যকর।
-
অধিকাংশ লবণ পানিতে সহজে দ্রবীভূত হলেও কিছু কিছু লবণ দ্রবীভূত হয় না এবং এরা বিশেষ কাজে ব্যবহৃত হয়, যেমন শৈবালের বৃদ্ধি রোধে।
এর উদাহরণ –-
ক্যালসিয়াম কার্বোনেট (CaCO3)
-
সিলভার সালফেট (Ag2SO4)
-
সিলভার ক্লোরাইড (AgCl)
-
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 1 day ago
নিচের কোন যন্ত্রটি উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করতে পারে?
Created: 2 days ago
A
ট্রান্সফরমার
B
ব্যাটারি
C
জেনারেটর
D
মোটর
সাধারণ বিজ্ঞান
ট্রান্সজিস্টর (Transistors)
প্রাথমিক তথ্য
বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা
সাধারণ জ্ঞান
No subjects available.
ট্রান্সফরমার (Transformer)
-
যে যন্ত্র পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে, তাকে ট্রান্সফরমার বলে।
-
ট্রান্সফরমার একটি তড়িৎ যন্ত্র, যা কেবলমাত্র পরিবর্তী প্রবাহে (AC) কাজ করে।
-
এটি কাজ করে তড়িৎচৌম্বক আবেশের (Electromagnetic Induction) নীতির ওপর।
-
ট্রান্সফরমারের মধ্যে সাধারণত দুটি কুণ্ডলী থাকে—
১. প্রাইমারি কুণ্ডলী
২. সেকেন্ডারি কুণ্ডলী -
ট্রান্সফরমার প্রধানত দুই ধরনের হয়:
১. স্টেপ-আপ ট্রান্সফরমার → নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে।
২. স্টেপ-ডাউন ট্রান্সফরমার → উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তর করে।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 days ago
তড়িৎ মুদ্রণ কী?
Created: 2 days ago
A
ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তি
B
ফটোগ্রাফির প্রিন্টিং প্রযুক্তি
C
কাগজে হাতের লেখা মুদ্রণের পদ্ধতি
D
তড়িৎ প্রলেপের মাধ্যমে হরফ বা ব্লক তৈরি করার পদ্ধতি
তড়িৎ মুদ্রণ (Electrotyping)
-
সংজ্ঞা: তড়িৎ প্রলেপের একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে হরফ, ব্লক মডেল ইত্যাদি তৈরিকে তড়িৎ মুদ্রণ বলে।
প্রক্রিয়া
-
প্রথমে লেখাটি সাধারণ টাইপ ব্যবহার করে মোমের উপর ছাপানো হয়।
-
এরপর মোমের ওপর সূক্ষ্ম গ্রাফাইট গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়, যাতে এটি তড়িৎ পরিবাহী হয়।
-
এই মোমের ছাঁচকে কপার সালফেট দ্রবণে ক্যাথোড হিসেবে ডুবানো হয়।
-
একই দ্রবণে একটি তামার পাতকে অ্যানোড হিসেবে রাখা হয়।
-
দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করলে মোমের ছাঁচের ওপর তামার প্রলেপ জমতে থাকে।
-
প্রলেপ যথেষ্ট পুরু হলে ছাঁচ থেকে ছাড়িয়ে নেওয়া হয় এবং সেটি ছাপার কাজে ব্যবহার করা হয়।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 2 days ago
১০০ ওয়াট-এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়?
Created: 1 day ago
A
১০০ জুল
B
৬০ জুল
C
৬০০০ জুল
D
৩৬০০০০ জুল
বৈদ্যুতিক শক্তি এবং ওয়াট-ঘণ্টা
যদি কোনো তড়িৎ যন্ত্রের ক্ষমতা ১ ওয়াট হয় এবং সেটির মাধ্যমে ১ ঘণ্টা ধরে বৈদ্যুতিক প্রবাহ চলে, তবে যন্ত্রটি যে পরিমাণ শক্তি ব্যবহার করবে, সেটিই ১ ওয়াট-ঘণ্টা (1 Wh) শক্তি। এটি বলতে পারেন,
অনেকে বড় শক্তির জন্য কিলোওয়াট-ঘণ্টা (kWh) ব্যবহার করে। এটি হিসাব করা যায় এভাবে:
অর্থাৎ, ১ কিলোওয়াট-ঘণ্টা শক্তি ৩.৬ মেগাজুল (MJ)।
উদাহরণস্বরূপ, ধরুন একটি ১০০ ওয়াট ক্ষমতার বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা জ্বলে। তখন বাল্বটি ব্যবহার করবে:
আন্তর্জাতিকভাবে, ঘরে-বাইরে যে বিদ্যুৎ সরবরাহ হয়, সেটিকে সাধারণত কিলোওয়াট-ঘণ্টা (kWh) এককে মাপা হয়। বাংলাদেশে এটি ইউনিট (Unit) নামেও পরিচিত। বিদ্যুৎ বিলও এই একক অনুযায়ী হিসাব করা হয়।
সূত্র: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, এনসিটিবি

0
Updated: 1 day ago