কাঁদুনে গ্যাসের অপর নাম কী?
A
ক্লোরোপিক্রিন
B
মিথেন
C
নাইট্রোজেন
D
ইথেন
উত্তরের বিবরণ
কাঁদুনে গ্যাসকে ক্লোরোপিকরিন নামেও ডাকা হয়। এটি চোখে অশ্রু সৃষ্টি করে বলে একে কাঁদুনে গ্যাস বলা হয়। এর রাসায়নিক নাম হলো নাইট্রোক্লোরোফরম, আর এর রাসায়নিক সংকেত হচ্ছে CCl₃NO₂।
তথ্যসূত্র: ব্রিটানিকা
0
Updated: 1 month ago
গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন?
Created: 2 months ago
A
উষ্ণতা থেকে রক্ষার জন্য
B
অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
C
আলো থেকে রক্ষার জন্য
D
ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
গ্রিন হাউজ
-
শীতের সময় বেশি ঠান্ডা থেকে গাছকে বাঁচাতে কাঁচ দিয়ে তৈরি এক ধরনের ঘর বানানো হয়।
-
এই কাঁচের ঘরকে বলা হয় গ্রিন হাউজ।
-
এতে সূর্যের আলো ভেতরে ঢুকে ঘরের ভিতরটা গরম রাখে, যা গাছের জন্য উপকারি।
-
তাই ঠান্ডা জায়গায় গাছ বাঁচিয়ে রাখতে গ্রিন হাউজে গাছ লাগানো হয়।
0
Updated: 2 months ago
ডেঙ্গু রোগ ছড়ায়-
Created: 1 month ago
A
Aedes aegypti মশা
B
House flies
C
Anopheles মশা
D
ইঁদুর ও কাঠবেড়ালী
ডেঙ্গুর বাহক
-
ডেঙ্গু হলো মশাবাহিত একটি রোগ, যা মূলত এডিস মশা দ্বারা ছড়ায়।
-
প্রধানত Aedes aegypti প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু সংক্রমণ ঘটে।
-
এছাড়া Aedes albopictus মশার কামড়েও রোগটি ছড়াতে পারে।
ডেঙ্গুর প্রকৃতি
-
ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি সাধারণত ২–৭ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে।
-
তবে কিছু ক্ষেত্রে রোগটি গুরুতর রূপ নেয়, যা ডেঙ্গু হেমোরাজিক জ্বর নামে পরিচিত।
উপসর্গ ও সংক্রমণ
-
সংক্রমণের ৩–১৫ দিনের মধ্যে ডেঙ্গুর সাধারণ লক্ষণগুলো দেখা দেয়।
-
প্রধান উপসর্গসমূহ:
-
জ্বর ও মাথাব্যথা
-
বমি
-
পেশি ও গাঁটে ব্যথা
-
ত্বকে ফুসকুড়ি
-
ডেঙ্গু টিকা
-
বিশ্বে বর্তমানে দুটি ডেঙ্গু ভ্যাকসিন অনুমোদিত, যা প্রায় ২০টি দেশে ব্যবহার করা হচ্ছে।
-
টিকা দেওয়ার ফলে ৯০% সংক্রমিত ব্যক্তিরা হাসপাতালে যেতে হয় না।
-
অনুমোদিত টিকা দুটি হলো: Dengvaxia এবং Qdenga।
-
এই টিকার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা ৮০%-এর বেশি।
তুলনামূলক তথ্য – ম্যালেরিয়া
-
অন্যদিকে, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জীবাণু ছড়ায়।
-
বাংলাদেশে ৩৬ প্রজাতির অ্যানোফিলিস মশা রয়েছে, যার মধ্যে ৭টি প্রজাতি ম্যালেরিয়া ছড়ায়।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
Created: 2 months ago
A
জিপসাম
B
সালফার
C
সোডিয়াম
D
খনিজ লবণ
জিপসাম (CaSO4.2H2O) হলো সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল।
- সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরির কাঁচামালসিমেন্ট শিল্পের সহায়ক উপাদানসমূহ:
- চুনাপাথর, কাদামাটি, জিপসাম প্রভৃতি সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল।
- যেসব দেশে এসব উপাদান বেশি পাওয়া যায় সেসব দেশ সিমেন্ট শিল্পে উন্নতি লাভ করেছে।
- বাংলাদেশে এসব কাঁচামালের অভাব রয়েছে।
- ফলে এদেশ সিমেন্ট শিল্পে তেমন উন্নতি লাভ করতে পারেনি।

উৎস: বাণিজ্যিক ভূগোল, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; এবং বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago