ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
A
স্ট্রাটোমণ্ডল
B
ট্রপােমণ্ডল
C
মেসোমণ্ডল
D
তাপমণ্ডল
উত্তরের বিবরণ
স্ট্রাটোমণ্ডল ও ওজোন স্তর
বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর হলো স্ট্রাটোমণ্ডল। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এই স্তরের শেষ প্রান্তকে বলা হয় স্ট্রাটোবিরতি।
-
স্ট্রাটোমণ্ডলের প্রায় ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত তাপমাত্রা অপরিবর্তিত থাকে।
-
স্ট্রাটোবিরতিতে তাপমাত্রা প্রায় ০° সেলসিয়াসের কাছাকাছি হয়।
-
স্তরের উপরের দিকে রয়েছে বিশেষ একটি গ্যাসীয় অঞ্চল, যাকে ওজোন স্তর বলা হয়। এর পুরুত্ব প্রায় ১২–১৬ কিলোমিটার।
-
ওজোন স্তরের প্রধান কাজ হলো সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করা।
-
এই অতিবেগুনি রশ্মি পৃথিবীর জীবজগতের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু সৌভাগ্যবশত, ওজোন স্তর থাকায় তা পৃথিবীর পৃষ্ঠে পৌঁছাতে পারে না।
অর্থাৎ, ওজোন স্তর পৃথিবীর জীবজগতকে রক্ষা করার জন্য এক প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে।
উৎস: ভূগোল – ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়?
Created: 1 month ago
A
তাপমণ্ডল
B
মেসোমণ্ডল
C
স্ট্রাটোমণ্ডল
D
ট্রপোমণ্ডল
পৃথিবীর বায়ুমণ্ডল হলো সেই বায়বীয় স্তর যা পৃথিবীর পৃষ্ঠকে ঘিরে রেখেছে এবং এটি আমাদের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডল প্রধানত নাইট্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত, এছাড়াও এতে রয়েছে জলীয় বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাই-অক্সাইড এবং অন্যান্য trace গ্যাস। পৃথিবীর শক্তি শক্তিশালীভাবে সমস্ত কিছুকে তার দিকে টানার কারণে বায়ুমণ্ডলের ঘনত্ব ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি থাকে এবং উপরের দিকে যাওয়ার সাথে সাথে এটি পাতলা হয়ে যায়। বায়ুমণ্ডল প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
-
বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়। প্রধান স্তরগুলো হলো:
• ট্রপোস্ফিয়ার (ট্রপোমণ্ডল)
• স্ট্রাটোস্ফিয়ার (স্ট্রাটোমণ্ডল)
• মেসোস্ফিয়ার (মেসোমণ্ডল)
• থার্মোস্ফিয়ার (তাপমণ্ডল) -
তাপমণ্ডল:
• তাপমণ্ডল প্রায় বায়ুশূন্য, অর্থাৎ অত্যন্ত পাতলা।
• এখানে বায়ুর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়, এ কারণেই এর নাম তাপমণ্ডল।
• তাপমণ্ডল বেতার তরঙ্গকে প্রতিফলিত করার ক্ষমতা রাখে, যা রেডিও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ।
0
Updated: 1 month ago
ওজোনস্তর ফাটলের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী?
Created: 3 weeks ago
A
সিএফসি
B
মিথেন
C
কার্বন ডাই-অক্সাইড
D
হাইড্রোজেন সালফাইড
ওজোন স্তর ধ্বংসের প্রধান সহায়ক হলো CFC (ক্লোরোফ্লোরো কার্বন) গ্যাস, যা মূলত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন এবং এ্যারোসল থেকে নির্গত হয়।
-
CFC গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংসে সহায়ক।
-
এই গ্যাসের ব্যাপক ব্যবহারের কারণে ওজোন স্তরে ছিদ্র তৈরি হয়।
-
ওজোন স্তরে ছিদ্র সৃষ্টি হলে সূর্য থেকে ক্ষতিকর অতিবেগুনী রশ্মি পৃথিবীতে প্রবেশ করে, যা ত্বক ক্যান্সারসহ অন্যান্য মারাত্নক রোগের কারণ হতে পারে।
উল্লেখযোগ্য: গ্রীন হাউজ প্রভাবের জন্য প্রধান গ্যাস হলো কার্বন ডাই-অক্সাইড, যা এই প্রভাবের প্রায় ৫০% দায়িত্ব বহন করে।
-
অন্যান্য গ্রীন হাউজ গ্যাসের প্রভাবের মধ্যে রয়েছে: মিথেন- ১৮%, সিএফসি- ১৪%, নাইট্রাস অক্সাইড- ৬%, এবং অন্যান্য কারণে- ১৩%।
0
Updated: 3 weeks ago
বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে?
Created: 1 month ago
A
তাপমণ্ডল
B
স্ট্র্যাটোমণ্ডল
C
মেসোমণ্ডল
D
এক্সোমণ্ডল
মেসোমণ্ডল (Mesosphere)
-
সংজ্ঞা: স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর হলো মেসোমণ্ডল।
-
এই স্তরের উপরে তাপমাত্রা হ্রাস বন্ধ হয়ে যায়; একে মেসোবিরতি (Mesopause) বলে।
মেসোমণ্ডলের বৈশিষ্ট্য
-
ট্রপোমণ্ডলের মতো এখানেও উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা ক্রমশ হ্রাস পায় এবং সর্বনিম্ন –৮৩° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।
-
এটি বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর।
-
মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধাবিত হওয়া অধিকাংশ উল্কা (Meteor) এই স্তরে এসে জ্বলে-পুড়ে যায়।
তাপমণ্ডল (Thermosphere)
-
সংজ্ঞা: মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর হলো তাপমণ্ডল।
-
এ স্তরের বায়ু খুবই হালকা এবং বায়ুচাপ অতি সামান্য।
-
তাপমণ্ডলের নিচের অংশকে আয়নমণ্ডল (Ionosphere) বলা হয়।
তাপমণ্ডলের বৈশিষ্ট্য
-
এ স্তরে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১৪৮০° সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়।
-
উপরের স্তরে তাপমাত্রা তুলনামূলকভাবে প্রায় স্থির থাকে।
-
তীব্র সৌর বিকিরণের ফলে রঞ্জন রশ্মি (X-ray) ও অতিবেগুনি রশ্মি (UV ray) এর সংঘাতে বায়ু আয়নিত হয়।
-
ভূপৃষ্ঠ থেকে প্রেরিত বেতার তরঙ্গ (Radio waves) আয়নমণ্ডলের আয়নের সাথে প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম–দশম শ্রেণি
0
Updated: 1 month ago