নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
A
COD > BOD
B
COD < BOD
C
COD = BOD
D
উপরের কোনটিই নয়
উত্তরের বিবরণ
প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা (Biological/Biochemical Oxygen Demand - BOD)
-
পানিতে উপস্থিত জীবাণু বা অনুজীব যখন জৈব ও অজৈব পদার্থকে ভাঙে বা বিয়োজিত করে, তখন তাদের জন্য দ্রবীভূত অক্সিজেনের দরকার হয়।
-
এই প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকেই প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা (BOD) বলা হয়।
-
পানির বিশুদ্ধতা বা মান যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ সূচক হলো BOD।
রাসায়নিক অক্সিজেন চাহিদা (Chemical Oxygen Demand - COD)
-
পানিতে কিছু দূষক পদার্থ থাকে যেগুলো জীবাণু দিয়ে ভাঙা সম্ভব হয় না (non-biodegradable পদার্থ)।
-
এগুলিকে ভাঙতে শক্তিশালী জারক পদার্থ যেমন পটাশিয়াম ডাইক্রোমেট (K₂Cr₂O₇) ব্যবহার করা হয়।
-
এ ধরনের জারক পদার্থ দূষককে অক্সিজেন যোগ করে ভেঙে দেয়।
-
পানিতে থাকা বিয়োজনযোগ্য ও অযোগ্য সব ধরনের পদার্থকে ভাঙার জন্য যত অক্সিজেন প্রয়োজন হয়, সেটাই COD নামে পরিচিত।
COD ও BOD এর মানের পার্থক্য
-
সাধারণত কোনো নমুনায় COD এর মান BOD এর চেয়ে বেশি হয়।
-
কারণ, COD পরীক্ষায় শুধু বিয়োজনযোগ্য পদার্থ নয়, বিয়োজন অযোগ্য পদার্থও ভেঙে যায়।
-
ফলে COD যত বেশি হয়, পানির দূষণের মাত্রাও তত বেশি বোঝায়।
উৎস: পরিবেশ রসায়ন, রসায়ন ২য় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
নিচের কোনটি এশিয়ার বৃহত্তম মরুভূমি?
Created: 1 month ago
A
মোজাবে মরুভূমি
B
গোবি মরুভূমি
C
থর মরুভূমি
D
ডেকান মরুভূমি
গোবি মরুভূমি
গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি। এটি উত্তর ও উত্তরপূর্ব চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়া অংশে অবস্থিত। গোবি মূলত পাথুরে ও খরাময় মরুভূমি, যেখানে বালির তুলনায় পাথর এবং ছোট-বড় কঙ্কর বেশি দেখা যায়। অধিকাংশ অংশ সমতল থেকে সামান্য উঁচু বা পার্বত্য এলাকা নিয়ে গঠিত।
বিখ্যাত মরুভূমির অবস্থান:
-
থর মরুভূমি: ভারত ও পাকিস্তান
-
মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র
-
সাহারা মরুভূমি: আফ্রিকা
-
গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া
উৎস:
0
Updated: 1 month ago
এক্স-রে রশ্মি জীবন্ত কোষের উপর কী প্রভাব ফেলে?
Created: 1 month ago
A
উত্তেজিত করে
B
বিকশিত করে
C
রক্ষা করে
D
ধ্বংস করে
শব্দের সঞ্চালন
-
শব্দ সৃষ্টির উৎস হলো কম্পনশীল বস্তু।
-
কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে যে আন্দোলন তৈরি হয় এবং যা মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করে, তাকে ঢেউ বলা হয়।
-
উদাহরণ: একটি লম্বা স্প্রিং-এর এক প্রান্তে আঘাত করলে স্প্রিংটি সংকুচিত ও প্রসারিত হয়ে আন্দোলন সঞ্চালন করে; শব্দের ঢেউও এভাবেই সঞ্চালিত হয়।
-
-
শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলা হয়।
-
শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, যা হতে পারে কঠিন, তরল বা বায়বীয়।
-
কঠিন মাধ্যমে শব্দের গতি সর্বোচ্চ এবং সঠিকভাবে সঞ্চালিত হয়।
-
তরল মাধ্যমে শব্দ বায়ুর চেয়ে দ্রুত এবং ভালোভাবে সঞ্চালিত হয়।
-
বায়ু মাধ্যমে শব্দ তুলনামূলকভাবে ধীরগতিতে সঞ্চালিত হয়।
-
-
মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না, অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় না।
উৎস:
0
Updated: 1 month ago
বীজ সংরক্ষণের প্রক্রিয়া কখন শুরু হয়?
Created: 3 weeks ago
A
রোপণের সময়
B
ফসল কাটার পর
C
চারা রোপণের সময়
D
বীজ উৎপাদনের সময় থেকে
বীজ সংরক্ষণ প্রক্রিয়া হলো বীজ উৎপাদন থেকে শুরু করে জমিতে বপন বা রোপণের মাধ্যমে সম্পন্ন হওয়া একটি ধারাবাহিক কার্যক্রম। এটি বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ ও বিপণনসহ সকল কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রক্রিয়াকে বোঝায়।
বীজ শস্য উৎপাদনের সময় নিম্নোক্ত বিষয়গুলো মনে রাখা জরুরি:
-
কেবল বীজের জন্যই ফসলের চাষ করা।
-
নির্বাচিত জমির আশপাশের জমিতে অন্য জাতের বীজ ফসলের আবাদ না করা।
-
বীজ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করা।
-
বীজের চারা বৃদ্ধিকালে জমি থেকে ভিন্ন জাতের গাছ তুলে ফেলা।
-
বীজের ক্ষেত ঘন ঘন পরিদর্শন করা, যাতে:
-
আগাছা দমন করা যায়,
-
ভিন্ন জাতের গাছ তুলে ফেলা যায়,
-
রোগবালাই ও পোকা-মাকড়ের উপদ্রবের সঠিক ব্যবস্থা নেওয়া যায়।
-
-
ফসলের পরিপক্বতার দিকে লক্ষ্য রাখা।
-
ফসল পরিষ্কার-পরিচ্ছন্নভাবে কাটা, মাড়াই করা ও ঝাড়া ইত্যাদি।
0
Updated: 3 weeks ago