হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী-
A
ভেইন
B
আর্টারি
C
ক্যাপিলারি
D
নার্ভ
উত্তরের বিবরণ
ধমনি (Artery): রক্তনালীগুলোর মধ্যে ধমনি হলো সেই নালী, যেগুলোর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে পৌঁছায়।
-
শিরা (Vein): শিরার কাজ হলো দেহের বিভিন্ন অংশ থেকে সাধারণত কার্বন ডাই-অক্সাইডসমৃদ্ধ রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে ফিরিয়ে আনা।
-
ক্যাপিলারি (Capillary): এটি সবচেয়ে সূক্ষ্ম রক্তনালী, যা ধমনি ও শিরার মধ্যে যোগসূত্র তৈরি করে এবং রক্তের গ্যাস ও পুষ্টি বিনিময় ঘটায়।
-
নার্ভ (Nerve): নার্ভ বা স্নায়ু হলো স্নায়ুতন্ত্রের অংশ, এটি রক্তনালী নয় এবং কোনোভাবেই রক্ত পরিবহন করে না।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণী
0
Updated: 1 month ago
কার্বোহাইড্রেট C, H এবং O-এর অনুপাত কত?
Created: 1 month ago
A
১ : ১ : ২
B
১ : ২ : ১
C
১ : ৩ : ২
D
১ : ৩ : ১
কার্বোহাইড্রেট
-
কার্বোহাইড্রেট হলো উদ্ভিদের সবুজ অংশে সূর্যের আলো ও ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই-অক্সাইড ও পানি থেকে তৈরি একটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ।
-
এটি জীবদেহে গুরুত্বপূর্ণ গঠনিক ও সঞ্চয়ী উপাদান হিসেবে কাজ করে।
-
আমাদের দৈনন্দিন খাদ্যের প্রধান উৎসও কার্বোহাইড্রেট।
-
নামটি এসেছে “হাইড্রেটেড কার্বন” থেকে, অর্থাৎ এটি মূলত কার্বনের সঙ্গে জলের মিলন।
-
কার্বোহাইড্রেটের প্রতি অণুতে থাকে: একটি কার্বন (C), দুটি হাইড্রোজেন (H), এবং একটি অক্সিজেন (O)। অর্থাৎ, অনুপাত ১:২:১।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
Created: 2 months ago
A
জুওলজী
B
বায়োলজী
C
ইভোলিউশন
D
জেনেটিক্স
জেনেটিক্স (Genetics)
পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি (Heredity) বলা হয়। এই প্রক্রিয়া ও বিষয়বস্তু নিয়ে যে জীববিজ্ঞানের শাখা গবেষণা করে তাকে বংশগতিবিদ্যা (Genetics) বলা হয়।
জুওলজি (Zoology)
জীববিজ্ঞানের সেই শাখা যা প্রাণীজগতের অধ্যয়ন করে। এর মধ্যে রয়েছে পৃথক প্রাণীর শারীরিক বৈশিষ্ট্য, তাদের অংশ, জনসংখ্যা, এবং প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের সাথে তাদের সম্পর্ক।
বায়োলজি (Biology)
জীব ও তাদের বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়া অধ্যয়ন করাই জীববিজ্ঞানের মূল লক্ষ্য।
ইভোলিউশন (Evolution)
ইভোলিউশন বলতে ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে সরল জীবন থেকে জটিল এবং উন্নত প্রাণীর উদ্ভবকে বোঝায়।
-
শব্দটি এসেছে ল্যাটিন ‘Evolveri’ থেকে।
-
প্রথম ব্যবহার করেছিলেন ইংরেজ দার্শনিক হার্বার্ট স্পেনসার (Herbert Spencer)।
-
আধুনিক বিজ্ঞান অনুযায়ী, ইভোলিউশন হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকার কোনো প্রজাতির জিনের (অ্যালিল) ফ্রিকোয়েন্সি পরিবর্তন।
-
এক জিন একাধিক রূপে থাকতে পারে, এই ভিন্ন রূপগুলোকে বলা হয় অ্যালিল।
-
কার্টিস বার্নস (1989) এর সংজ্ঞা অনুযায়ী, বিবর্তন মূলত জিনের ফ্রিকোয়েন্সির পরিবর্তন।
উৎস: জীবিবিজ্ঞান, নবম-দশম শ্রেণী
0
Updated: 2 months ago
ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান-
Created: 2 months ago
A
১৯৫৬ সালে
B
১৯৬১ সালে
C
১৯৬৪ সালে
D
১৯৬৯ সালে
ইউরি গ্যাগারিন
-
ইউরি গ্যাগারিন ছিলেন মহাকাশে যাওয়া পৃথিবীর প্রথম মানুষ।
-
তিনি সোভিয়েত ইউনিয়নের একজন মহাকাশ অভিযাত্রী।
-
১৯৬১ সালের ১২ এপ্রিল (উল্লেখযোগ্য: কিছু জায়গায় ভুলবশত ১৯ এপ্রিল লেখা হয়) তিনি মহাকাশ ভ্রমণ করেন।
-
ভস্টক–১ নামের নভোযানে তিনি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেন।
-
তার মহাকাশযাত্রা স্থায়ী হয়েছিল প্রায় ১০৮ মিনিট।
-
এই স্বল্প সময়ে তিনি মাত্র দেড় ঘণ্টার মতো সময় নিয়ে পুরো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করেন।
উৎস: ব্রিটানিকা
0
Updated: 2 months ago