গ্রাফিন (graphene) কার বহুরূপী?
A
কার্বন
B
কার্বন ও অক্সিজেন
C
কার্বন ও হাইড্রোজেন
D
কার্বন ও নাইট্রোজেন
উত্তরের বিবরণ
- গ্রাফিন হলো কার্বনের একটি বিশেষ রূপ। 
- 
এটি আসলে কার্বনের একটি ষড়ভুজ জালের মতো স্ফটিক স্তর, যেখানে প্রতিটি স্তরের পুরুত্ব মাত্র একটি পরমাণুর সমান। 
- 
এই অসাধারণ পদার্থ আবিষ্কারের জন্য আন্দ্রেঁ গেইম ও কনস্টানটিন নভোসেলভ ২০১০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। 
- 
কোনো মৌল প্রকৃতিতে ভিন্ন ভিন্ন ভৌত রূপে থাকতে পারলে তাকে বলা হয় বহুরূপতা (Allotropy)। 
- 
যেমন: কার্বন, ফসফরাস, সিলিকন, সালফার, জার্মেনিয়াম, বোরন, টিন প্রভৃতি মৌল বহুরূপতা প্রদর্শন করে। 
- 
কার্বনের রূপভেদ দুটি ভাগে বিভক্ত: - দানাদার রূপভেদ → গ্রাফাইট, হীরা।
- 
অদানাদার রূপভেদ → কোক কার্বন, চারকোল, কয়লা, কার্বন ব্ল্যাক। 
 
উৎস: রসায়ন বিজ্ঞান, নবম–দশম শ্রেণি
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
সোডিয়াম এসিটেটের সংকেত -
Created: 1 month ago
A
CH2COONa
B
(CH3COO)2Ca
C
CH3COONa
D
CHCOONa
বিভিন্ন মৌলের রাসায়নিক সংকেত
নিচে কিছু সাধারণ যৌগ এবং তাদের রাসায়নিক সংকেত দেওয়া হলো:
- 
সোডিয়াম এসিটেট – CH₃COONa 
- 
মিল্ক অফ লাইম (চুনার পানি) – Ca(OH)₂ 
- 
বেকিং সোডা – NaHCO₃ 
- 
চুনাপাথর – CaCO₃ 
- 
ভিনেগার – CH₃COOH 
- 
চুন – CaO 
- 
তুঁত (কপার সালফেট) – CuSO₄·5H₂O 
- 
ক্যালামিন – ZnCO₃ 
- 
ফিটকিরি – K₂SO₄·Al₂(SO₄)₃·24H₂O 
- 
গ্লুবার লবণ – Na₂SO₄·10H₂O 
- 
কাপড় কাচার সোডা – Na₂CO₃·10H₂O 
- 
ক্লোরোফর্ম – CHCl₃ 
- 
ব্লিচিং পাউডার – Ca(OCl)Cl 
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
Created: 2 months ago
A
CaCO3
B
NaHCO3
C
NH4HCO3
D
(NH4)2CO3
আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করি। নিচে কিছু পরিচিত পদার্থ এবং তাদের রাসায়নিক সংকেত উল্লেখ করা হলো:
- 
মিল্ক অফ লাইম (চুনাজল) – রাসায়নিক সংকেত: Ca(OH)₂ 
- 
বেকিং সোডা / বেকিং পাউডার – রাসায়নিক সংকেত: NaHCO₃ 
- 
চুনাপাথর – রাসায়নিক সংকেত: CaCO₃ 
- 
ভিনেগার (সিরকা) – রাসায়নিক সংকেত: CH₃COOH 
- 
চুন (Quicklime) – রাসায়নিক সংকেত: CaO 
অন্য সাধারণ রাসায়নিক পদার্থের সংকেত:
- 
তুঁত (Blue Vitriol / Copper sulfate pentahydrate) – রাসায়নিক সংকেত: CuSO₄·5H₂O 
- 
ক্যালামিন – রাসায়নিক সংকেত: ZnCO₃ 
- 
ফিটকিরি (Potash alum) – রাসায়নিক সংকেত: K₂SO₄·Al₂(SO₄)₃·24H₂O 
- 
গ্লুবার লবণ (Glauber’s salt) – রাসায়নিক সংকেত: Na₂SO₄·10H₂O 
- 
কাপড় কাচার সোডা (Washing soda) – রাসায়নিক সংকেত: Na₂CO₃·10H₂O 
- 
ক্লোরোফর্ম – রাসায়নিক সংকেত: CHCl₃ 
- 
ব্লিচিং পাউডার – রাসায়নিক সংকেত: Ca(OCl)Cl 
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
Created: 2 months ago
A
বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
B
আলোর বিচ্ছুরণে
C
অপাবর্তনে
D
দৃষ্টিভ্রমে
চাঁদ থেকে আলোক রশ্মি পৃথিবীপৃষ্ঠে আসার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ ঘটে অর্থাৎ আলোক রশ্মি বেঁকে যায়। 
চাঁদ যখন দিগন্তের কাছে থাকে তখন আলোক রশ্মি তুলনামূলকভাবে অধিক পরিমাণে বেঁকে যায়।
বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে দিগন্তের নিকটে চাঁদ ও সূর্যকে ডিম্বাকৃতি এবং তুলনামূলকভাবে বড় দেখা যায়। 
উৎস: scientificamerican.com
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago