5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
A
5/12
B
6/13
C
11/24
D
3/8
উত্তরের বিবরণ
প্রশ্ন: 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
সমাধান:
এখানে,
5/12 = 0.417
6/13 = 0.462
11/24 = 0.458
3/8 = 0.375
0
Updated: 1 month ago
নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?
Created: 2 weeks ago
A
১.৫
B
১.০৭
C
১.৮
D
০.০৭
প্রশ্ন: নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ ?
সমাধান:
আমরা জানি,
যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
এখানে,
ক) ১.৫= ৩/২ [অপ্রকৃত ভগ্নাংশ]
খ) ১.০৭ =১০৭/১০০[অপ্রকৃত ভগ্নাংশ]
গ) ১.৮ = ১৮/১০ [অপ্রকৃত ভগ্নাংশ]
ঘ)০.০৭ = ৭/১০০[প্রকৃত ভগ্নাংশ]
সুতরাং, প্রকৃত ভগ্নাংশ ০.০৭ ।
0
Updated: 2 weeks ago
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ মাটিতে এবং অবশিষ্ট ২ মিটার পানির উপরে আছে। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
Created: 2 months ago
A
১২ মিটার
B
১৫ মিটার
C
২৪ মিটার
D
৩০ মিটার
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ মাটিতে এবং অবশিষ্ট ২ মিটার পানির উপরে আছে। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ক মিটার
পানিতে ও মাটিতে আছে= {(ক/৫) + (২ক/৩)} অংশ
= {(৩ক + ১০ক)/১৫} অংশ
= ১৩ক/১৫ অংশ
∴ পানির উপরে আছে = ক - (১৩ক/১৫)
= (১৫ক - ১৩ক)/১৫ অংশ
= ২ক/১৫ অংশ
প্রশ্নমতে,
২ক/১৫ = ২ মিটার
বা, ২ক = ২ × ১৫
বা, ২ক = ৩০
বা, ক = ৩০/২
বা, ক = ১৫
অর্থাৎ সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১৫ মিটার
0
Updated: 2 months ago
কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৭। যদি লবের সঙ্গে ৩ যোগ করা হয়, তবে ভগ্নাংশটির মান হয় ১। ভগ্নাংশটি কত?
Created: 1 week ago
A
১৭/১৪
B
১৪/১৭
C
১০/৭
D
৭/১০
ধরা যাক, ভগ্নাংশটি
প্রশ্নানুসারে,
… (১)
এবং, … (২)
সমীকরণ (২) থেকে পাই,
অথবা,
এখন এটি (১)-এ বসাই,
অর্থাৎ,
⇒
⇒
এখন
অতএব, ভগ্নাংশটি =
উত্তরঃ ঘ) ৭/১০
0
Updated: 1 week ago