5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
A
5/12
B
6/13
C
11/24
D
3/8
উত্তরের বিবরণ
প্রশ্ন: 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
সমাধান:
এখানে,
5/12 = 0.417
6/13 = 0.462
11/24 = 0.458
3/8 = 0.375
0
Updated: 1 month ago
কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৭। যদি লবের সঙ্গে ৩ যোগ করা হয়, তবে ভগ্নাংশটির মান হয় ১। ভগ্নাংশটি কত?
Created: 1 week ago
A
১৭/১৪
B
১৪/১৭
C
১০/৭
D
৭/১০
ধরা যাক, ভগ্নাংশটি
প্রশ্নানুসারে,
… (১)
এবং, … (২)
সমীকরণ (২) থেকে পাই,
অথবা,
এখন এটি (১)-এ বসাই,
অর্থাৎ,
⇒
⇒
এখন
অতএব, ভগ্নাংশটি =
উত্তরঃ ঘ) ৭/১০
0
Updated: 1 week ago
কোন সংখ্যার ১/৩ অংশের সাথে ৮ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?
Created: 1 month ago
A
২৪
B
১৮
C
৩২
D
২৮
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
⇒ (ক/৩) + ৮ = ২ক/৩
⇒ (ক + ২৪)/৩ = ২ক/৩
⇒ ক + ২৪ = ২ক
⇒ ২ক - ক = ২৪
∴ ক = ২৪
0
Updated: 1 month ago
একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 1 হলে ভগ্নাংশটি কত?
Created: 1 month ago
A
(x + 1)/x
B
x/(x - 1)
C
x/(x + 1)
D
(x + 2)/(x + 1)
সমাধান:
ধরি, ভগাংশটি x/y (যেখানে, y > x)
শর্তানুযায়ী,
y - 1 = x
∴ y = x + 1
অতএব, ভগ্নাংশ = x/(x + 1)
0
Updated: 1 month ago