A
চাঁদে কোন জীব নেই তাই
B
চাঁদে কোন পানি নেই তাই
C
চাঁদে বায়ুমন্ডল নেই তাই
D
চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
উত্তরের বিবরণ
শব্দ ও তার বিস্তার সংক্রান্ত মূল ধারণা
শব্দ একটি কম্পনশীল শক্তি, যা যেকোনো কম্পনশীল বস্তুর মাধ্যমে সৃষ্টি হয়। তবে এই শব্দ ছড়াতে বা সঞ্চালিত হতে হলে অবশ্যই একটি জড় মাধ্যমের প্রয়োজন হয়—যেমন কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থ।
শূন্য বা ভ্যাকুয়াম অবস্থায় কোনো মাধ্যম না থাকায় শব্দ চলাচল করতে পারে না। তাই শব্দের গতি সেখানে হয় শূন্য।
তুলনামূলকভাবে, শব্দ কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত সঞ্চালিত হয়, কারণ সেখানে কণাগুলোর মধ্যে সংযুক্তি সবচেয়ে দৃঢ়। তরল ও গ্যাসীয় মাধ্যমে শব্দের গতি কমে আসে, এবং পর্যায়ক্রমে তা আরও ধীর হয়ে পড়ে।
এই নীতির একটি গুরুত্বপূর্ণ বাস্তব প্রয়োগ দেখা যায় চাঁদের ক্ষেত্রে। চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় সেখানে যদি কোনো বিষ্ফোরণ ঘটে, তার শব্দ পৃথিবী থেকে কখনোই শোনা যাবে না। কারণ শব্দ বয়ে আনার মতো কোনো মাধ্যম সেখানে নেই।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago