A
প্রায় ১২ ঘন্টা
B
প্রায় ২৪ ঘন্টা
C
প্রায় ৬ ঘন্টা
D
চাদের তিথি অনুসার ভিন্ন
উত্তরের বিবরণ
সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে ওঠে ও নেমে যায়। এই স্বাভাবিক পরিবর্তনকেই বলা হয় জোয়ার ও ভাঁটা।
এটি ঘটে মূলত চন্দ্র ও সূর্যের মহাকর্ষীয় টান, পৃথিবীর কেন্দ্রাকর্ষণ শক্তি ইত্যাদির প্রভাবে।
🔹 প্রতিদিন সমুদ্রের একেকটি স্থানে দুইবার জোয়ার এবং দুইবার ভাঁটা হয়।
🔹 প্রতিটি জোয়ারের প্রায় ৬ ঘণ্টা পরেই সেখানে ভাঁটা দেখা দেয়।
🔹 পরপর দুটি জোয়ারের মধ্যবর্তী সময়ের ব্যবধান গড়ে প্রায় ১২ ঘণ্টা।
এভাবেই প্রাকৃতিক নিয়মে পৃথিবীর উপকূলীয় অঞ্চলগুলোতে দিনে দিনে চলতে থাকে জোয়ার-ভাঁটার এক চিরচেনা, গতিশীল ছন্দ।
উৎস: মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago