A
উপসর্গজাত শব্দে
B
সন্ধিজাত শব্দে
C
তৎসম শব্দে
D
সমাসবদ্ধ শব্দে
উত্তরের বিবরণ
• সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব বিধান:
-
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না।
-
এরূপ ক্ষেত্রে 'ণ' এর পরিবর্তে 'ন' ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।
• ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন:
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না, সবসময় 'ন' হয়।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
অন্যান্য তথ্য:
-
তৎসম শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য।
-
সন্ধিজাত এবং উপসর্গজাত শব্দে ণ-ত্ব বিধানের কোনো বিশেষ নিয়ম নেই।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

0
Updated: 16 hours ago
দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
Created: 1 week ago
A
পরপদ
B
অন্য পদ
C
উভয় পদ
D
উভয়
সংখ্যাবাচক শব্দ + বিশেষ্য = দ্বিগু সমাস।

0
Updated: 1 week ago
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
Created: 1 month ago
A
আরবি
B
ফারসি
C
সংস্কৃত
D
ইংরেজি
সমাস হল দুটি বা তার অধিক শব্দকে একত্র করে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। এই রীতি প্রাচীন সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং বাংলা ভাষাতেও তা অনুসরণ করা হয়।

0
Updated: 1 month ago
‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
দ্বন্দ্ব সমাস
'গায়ে হলুদ' বহুব্রাহী সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago