A
ভাস + কর
B
ভাস + অর
C
ভাস্ + বর
D
ভাঃ + কর
উত্তরের বিবরণ
• ‘ভাস্কর’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ:
-
ভাঃ + কর = ভাস্কর
• বিসর্গ সন্ধি:
সংস্কৃত সন্ধির নিয়ম অনুযায়ী পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ (ঃ) হিসেবে লেখা হয়।
-
র্ ও স্ বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত, তাই বিসর্গ সন্ধি ব্যঞ্জনসন্ধির অন্তর্গত।
-
বিসর্গ আসলে র্ এবং স্ এর সংক্ষিপ্ত রূপ।
-
বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
১. র্-জাত বিসর্গ
২. স্-জাত বিসর্গ
বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি ঘটে তাকে বিসর্গ সন্ধি বলা হয়।
• কিছু বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ:
-
বাচঃ + পতি = বাচস্পতি
-
ভাঃ + কর = ভাস্কর
-
অহঃ + নিশা = অহর্নিশ
-
অহঃ + অহ = অহরহ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 16 hours ago
উৎ + শ্বাস- এটি কোন সন্ধি?
Created: 1 week ago
A
নিপাতনে সিদ্ধ
B
স্বরসন্ধি
C
ব্যঞ্জন সন্ধি
D
জটিল সন্ধি
উৎ + শ্বাস = উচ্ছ্বাস । এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ । ত্ ও দ্ - এর পর শ্ থাকলে পর শ্ থাকলে ত্ ও দ্ এর স্থলে চ্ এবং শ্ - এর স্থলে ছ উচ্চারিত হয়।

0
Updated: 1 week ago
পরস্পর' - শব্দটি কোন সন্ধিতে গঠিত?
Created: 1 day ago
A
স্বর
B
ব্যঞ্জন
C
বিসর্গ
D
নিপাতনে সিদ্ধ
নিপাতনে সিদ্ধ সন্ধি:
-
সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 day ago
‘অজন্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
Created: 23 hours ago
A
অজ্ + অন্ত
B
অচ্ + অন্ত
C
অজ্ঃ + অন্ত
D
অচ্ঃ + অন্ত
• ‘অজন্ত’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ: অচ্ + অন্ত।
-
এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।
ব্যঞ্জন ও স্বরধ্বনি যোগে গঠিত ব্যঞ্জনসন্ধির কিছু উদাহরণ:
-
প্রাক্ + উক্ত = প্রাগুক্ত
-
ণিচ্ + অন্ত = ণিজন্ত
-
অচ্ + অন্ত = অজন্ত
-
ষট্ + অঙ্গ = ষড়ঙ্গ
-
ষট্ + ঋতু = ষড়ঋতু
-
ষট্ + ঐশ্বর্য = ষড়ৈশ্বর্য
-
ষট্ + আনন = ষড়ন
-
সৎ + অর্থক = সদর্থক
-
সৎ + ইচ্ছা = সদিচ্ছা
-
মৃৎ + অঙ্গ = মৃদঙ্গ
-
অপ্ + অগ্নি = অবগ্নি
-
অপ্ + ইন্ধন = অবিন্ধন
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 23 hours ago