A
নো + ইক
B
না + বিক
C
নৌ + ইক
D
নব + ইক
উত্তরের বিবরণ
সন্ধির নিয়ম:
-
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব ধ্বনি হয়।
উদাহরণ:
-
গৈ + অক = গায়ক
-
নৈ + অক = নায়ক
-
গো + এষণা = গবেষণা
-
নৌ + ইক = নাবিক
-
পো + ইত্র = পবিত্র
-
গো + আদি = গবাদি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 16 hours ago
’প্রাতরাশ’ শব্দটির সঠিক সন্ধি - বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
প্রাত + আশ
B
প্রাতঃ + আঁশ
C
প্রাতঃ + আশ
D
প্রাতঃ + রাশ
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ মিলন
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ যুক্ত হয়ে এর পরে অ, আ, উ ধ্বনি এলে বিসর্গ ও অ-ধ্বনি মিলিত হয়।
উদাহরণ:
-
পুনঃ + অধিকার = পুনরধিকার
-
প্রাতঃ + আশ = প্রাতরাশ
-
পুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি
-
পুনঃ + উক্ত = পুনরুক্ত
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ

0
Updated: 2 weeks ago
‘উন্নয়ন’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
উন্ন + য়ন
B
উন্ + নয়ন
C
উৎ + নয়ন
D
উৎ + অয়ন
শব্দ: উন্নয়ন
-
সঠিক সন্ধি বিচ্ছেদ: উৎ + নয়ন = উন্নয়ন
অন্যান্য উদাহরণ:
-
উৎ + নতি = উন্নতি
-
উৎ + নত = উন্নত
-
উৎ + নীত = উন্নীত
-
উৎ + যোগ = উদ্যোগ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ

0
Updated: 3 weeks ago
'রবীন্দ্র'-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
রবী + ইন্দ্র
B
রবী + ঈন্দ্র
C
রবি + ইন্দ্র
D
রবি + ঈন্দ্র
সঠিক সন্ধি বিচ্ছেদ
‘রবীন্দ্র’ শব্দটির সন্ধি হলো – রবি + ইন্দ্র = রবীন্দ্র।
নিয়ম:
যখন ই-কার (ি) বা ঈ-কার (ী) এর পর আবার ই-কার (ি) বা ঈ-কার (ী) আসে, তখন এরা মিলিত হয়ে দীর্ঘ ঈ-কার (ী) হয়ে যায়। আর এই দীর্ঘ ঈ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
সুধী + ইন্দ্র = সুধীন্দ্র
-
পরি + ঈক্ষা = পরীক্ষা
-
সতী + ইন্দ্র = সতীন্দ্র
-
অতি + ইত = অতীত
অতএব, নিয়ম অনুযায়ী রবি + ইন্দ্র = রবীন্দ্র।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 2 weeks ago