A
দেশি শব্দে
B
তদ্ভব শব্দে
C
তৎসম শব্দে
D
বিদেশি শব্দে
উত্তরের বিবরণ
• ণ-ত্ব ও ষ-ত্ব বিধান:
-
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান হলো তৎসম শব্দের বানান সংক্রান্ত নিয়ম।
-
বানানে 'ণ' ও 'ষ' ব্যবহারের নিয়মকেই ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বলা হয়।
-
এই বিধান তৎসম শব্দে প্রযোজ্য।
-
বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়।
-
সমাসবদ্ধ শব্দের বানানেও এই বিধান প্রযোজ্য নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 15 hours ago
নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
Created: 1 month ago
A
গিন্নী
B
হস্ত
C
গঞ্জ
D
তসবি
গিন্নি-অর্ধ-তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে।
আরো কিছু অর্ধ-তৎসম শব্দ দেওয়া হলো: জোছনা, ছেরাদ্দ, কেষ্ট। অন্যদিকে, সংস্কৃত শব্দ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, কৃষ্ণ, গৃহিণী, চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, মস্তক, চক্ষু, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

0
Updated: 1 month ago
কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
Created: 15 hours ago
A
কুলটা
B
অধ্যাপক
C
মহৎ
D
ঢাকী
• নিত্য পুরুষবাচক শব্দ:
-
নিত্য পুরুষবাচক শব্দ হলো এমন কিছু শব্দ যা কেবল পুরুষকে নির্দেশ করে।
-
উদাহরণ: ঢাকী, কবিরাজ, কৃতদার, অকৃতদার ইত্যাদি।
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
-
নিত্য স্ত্রীবাচক শব্দ হলো এমন কিছু শব্দ যা কেবল নারীকে নির্দেশ করে।
-
উদাহরণ: এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।
অন্য উদাহরণ:
-
কুলটা – নিত্য স্ত্রীবাচক শব্দ
-
অধ্যাপক – অধ্যাপিকা
-
মহৎ – মহতী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 15 hours ago
কোনটি তৎসম শব্দ?
Created: 3 weeks ago
A
কিংবদন্তি
B
হাতি
C
চাঁদ
D
তেঁতুল
যেসব শব্দের সংস্কৃত ভাষা থেকে কোন রূপ পরিবর্তন ছাড়া বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পত্র, মনুষ্য, মস্তক, গ্রহ, কর্ণ ইত্যাদি।

0
Updated: 3 weeks ago