'ভাস্কর’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
ভাস + কর
B
ভাস + অর
C
ভাস্ + বর
D
ভাঃ + কর
উত্তরের বিবরণ
• ‘ভাস্কর’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ:
-
ভাঃ + কর = ভাস্কর
• বিসর্গ সন্ধি:
সংস্কৃত সন্ধির নিয়ম অনুযায়ী পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ (ঃ) হিসেবে লেখা হয়।
-
র্ ও স্ বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত, তাই বিসর্গ সন্ধি ব্যঞ্জনসন্ধির অন্তর্গত।
-
বিসর্গ আসলে র্ এবং স্ এর সংক্ষিপ্ত রূপ।
-
বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে:
১. র্-জাত বিসর্গ
২. স্-জাত বিসর্গ
বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি ঘটে তাকে বিসর্গ সন্ধি বলা হয়।
• কিছু বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ:
-
বাচঃ + পতি = বাচস্পতি
-
ভাঃ + কর = ভাস্কর
-
অহঃ + নিশা = অহর্নিশ
-
অহঃ + অহ = অহরহ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 1 month ago
কোন শব্দটি নিপাতনে সিদ্ধ সন্ধিতে গঠিত?
Created: 3 weeks ago
A
বাগীশ
B
বাগাড়ম্বর
C
দিগন্ত
D
অন্যান্য
বাংলা ভাষায় নিপাতনে বা স্বরসংযোগের মাধ্যমে গঠিত শব্দকে সিদ্ধ সন্ধি বলা হয়, যেখানে দুটি স্বরযুক্ত পদ একত্র হয়ে নতুন শব্দের সৃষ্টি করে। এছাড়াও, ব্যঞ্জনসন্ধি হলো এমন সন্ধি যেখানে দুইটি ব্যঞ্জনযুক্ত পদ একত্রিত হয়ে নতুন অর্থ প্রকাশ করে।
-
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ:
-
প্র + এষণ = প্রেষণ
-
কুল + অটা = কুলটা
-
পর + পর = পরস্পর
-
অন্য + অন্য = অন্যান্য
-
-
ব্যঞ্জনসন্ধির উদাহরণ:
-
দিক্ + অন্ত = দিগন্ত
-
বাক্ + আড়ম্বর = বাগাড়ম্বর
-
বাক্ + ঈশ = বাগীশ
-
0
Updated: 3 weeks ago
‘নীরোগ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
নীঃ + রোগ
B
নিঃ + রোগ
C
নি + রোগ
D
নির + য়োগ
ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন - নিঃ + রোগ = নিরোগ, নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস।
0
Updated: 2 months ago
'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ -
Created: 3 months ago
A
শির + ছেদ
B
শিরঃ + ছেদ
C
শিরশ্ + ছেদ
D
শির + উচ্ছেদ
• 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ - 'শিরঃ + ছেদ'।
• বিসর্গ সন্ধির নিয়ম:
বিসর্গের পর অঘােষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
যেমন:
• সূত্র: ( ঃ + চ / ছ = শ + চ / ছ),
- নিঃ + চয় = নিশ্চয়।
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
• সূত্র: (ঃ + ট / ঠ = ষ + ট/ ঠ),
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
- নিঃ + ঠুর = নিষ্ঠুর।
• সূত্র: (ঃ + ত / থ = স + ত / থ),
- দুঃ +তর = দুস্তর।
- দুঃ +থ = দুস্থ।
0
Updated: 3 months ago