A
মৃদু রঞ্জন রশ্মি
B
গামা রশ্মি
C
বিটা রশ্মি
D
কসমিক রশ্মি
উত্তরের বিবরণ
রঙিন টেলিভিশন এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যা রঙসহ চিত্র প্রদর্শনে সক্ষম। এ যন্ত্রে সাদা-কালো টেলিভিশনের মতো মৌলিক যন্ত্রপাতিগুলোর পাশাপাশি রঙ প্রেরণ ও গ্রহণের জন্য কিছু অতিরিক্ত উপকরণ যুক্ত থাকে।
রঙিন টেলিভিশনের ক্যামেরায় তিনটি প্রধান রঙ—লাল, নীল এবং সবুজ—প্রতিটির জন্য পৃথক ইলেকট্রন টিউব ব্যবহৃত হয়।
একইভাবে, টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও এই তিন রঙের জন্য তিনটি আলাদা ইলেকট্রন গান থাকে। পর্দাটি তৈরি করা হয় তিন ধরনের ফসফর দানা দিয়ে, যা উল্লিখিত তিনটি রঙের প্রতিক্রিয়ায় আলোকিত হয়।
ইলেকট্রন গান থেকে নির্গত বীম ফসফর কণাগুলোর উপর আঘাত করলে, নির্দিষ্ট রঙের কণাগুলো আলোকিত হয় এবং একসাথে পর্দায় ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের ক্ষুদ্র বিন্দুসমূহ। এই তিন রঙের বিভিন্ন অনুপাত ও সংমিশ্রণে পর্দায় ফুটে ওঠে সম্পূর্ণ রঙিন ছবি।
এছাড়া, টিভির পর্দায় বিদ্যমান ফসফর থেকে ইলেকট্রনের আঘাতে সামান্য মাত্রায় রঞ্জন রশ্মি নির্গত হতে পারে। তবে এই রশ্মির পরিমাণ এতটাই ক্ষীণ যে তা মানবদেহের জন্য ক্ষতিকর নয় এবং সহজেই উপেক্ষা করা যায়।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago