‘নাবিক’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
নো + ইক
B
না + বিক
C
নৌ + ইক
D
নব + ইক
উত্তরের বিবরণ
সন্ধির নিয়ম:
-
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব ধ্বনি হয়।
উদাহরণ:
-
গৈ + অক = গায়ক
-
নৈ + অক = নায়ক
-
গো + এষণা = গবেষণা
-
নৌ + ইক = নাবিক
-
পো + ইত্র = পবিত্র
-
গো + আদি = গবাদি
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 1 month ago
'সতীশ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে?
Created: 1 month ago
A
সতী + ঈশ
B
সতি + ঈশ
C
সতী + ইশ
D
সতি + ইশ
স্বরসন্ধি (ই/ঈ + ই/ঈ):
-
ই-কার বা ঈ-কারের পরে ই-কার বা ঈ-কার থাকলে উভয় মিলিত হয়ে দীর্ঘ ঈ-কার হয়
-
দীর্ঘ ঈ-কারটি পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়
উদাহরণসমূহ:
-
ই + ই = ঈ → অতি + ইত = অতীত
-
ই + ঈ = ঈ → পরি + ঈক্ষা = পরীক্ষা
-
ঈ + ই = ঈ → সতী + ইন্দ্র = সতীন্দ্র
-
ঈ + ঈ = ঈ → সতী + ঈশ = সতীশ
অন্যান্য উদাহরণ:
গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শ্রীশ, পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিল্লীশ্বর
0
Updated: 1 month ago
‘লবণ’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
লো + অন
B
লো + বন
C
ল + বন
D
লৈ + বন
স্বরবর্ণ পড়ে থাকলে 'এ' কারের স্থানে 'অয়', ঐ - কারের স্থানে আয়, ও - কারের স্থানে অব, এবং ঐ - কারের স্থানে 'আব' হয়। ও + অ = অব + অ অর্থাৎ লো + অন = লবণ।
0
Updated: 3 weeks ago
'মৃন্ময়' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
মৃদ + ময় = মৃন্ময়
B
মৃন + ময় = মৃন্ময়
C
মৃত + ময় = মৃন্ময়
D
মৃৎ + ময় = মৃন্ময়
• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
আগে ৎ বা দ্ এবং পরে ন/ম্ থাকলে ৎ বা দ্ স্থানে ন্ হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম-এর সঙ্গে মিলে ন্ম হয়। কিন্তু, ৎ/দ্-এর পর ল্ থাকলে ৎ/দ্ সন্ধিতে ল্ হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে ল্ল হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি,
- তদ্ + নিমিত্ত = তন্নিমিত্ত,
- মৃৎ + ময় = মৃন্ময়,
- তদ্ + মধ্যে = তন্মধ্যে,
- উৎ + লিখিত = উল্লিখিত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 1 month ago