সন্ধির উদ্দেশ্য -
A
উচ্চারণে সহজতা আসে।
B
ধ্বনিগত মাধুর্য সম্পাদন
C
নতুন শব্দ গঠনের জন্য সন্ধির প্রয়োজন রয়েছে।
D
সবগুলোই
উত্তরের বিবরণ
• সন্ধি:
-
সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়।
-
সন্ধির প্রধান উদ্দেশ্য হলো স্বাভাবিক উচ্চারণকে সহজ করা এবং ধ্বনিগত মাধুর্য রক্ষা করা।
-
এর প্রধান সুবিধা হলো উচ্চারণে সহজতা।
• সন্ধির অন্যান্য উদ্দেশ্য:
-
সন্ধির মাধ্যমে ধ্বনির মিলন ঘটে।
-
ধ্বনি-পরিবর্তনের ক্ষেত্রে সন্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
নতুন শব্দ গঠনের জন্যও সন্ধি প্রয়োজন।
-
উচ্চারণ সহজ হয়।
-
শব্দের আকার ছোট করার ক্ষেত্রেও সন্ধি প্রয়োজন হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 1 month ago
‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
মতঃ + এক
B
মতঃ + ঐক্য
C
মত + এক
D
মত + ঐক্য
‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ মত + ঐক্য। অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + এ = ঐ, জন + এক = জনৈক, হিত + এষী = হিতৈষী, সর্ব + এব = সর্বৈব, অ + ঐ = ঐ, মত + ঐক্য = মতৈক্য, অতুল + ঐশ্বর্য = অতুলৈশ্বর্য
0
Updated: 3 weeks ago
'তন্মাত্র' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
তৎ + মাত্র
B
তন্ + মাত্র
C
তদ্ + মাত্র
D
তন্ম + মাত্র
ব্যঞ্জন সন্ধি এমন এক প্রক্রিয়া যেখানে দুটি ব্যঞ্জনের মিলনে উচ্চারণগত পরিবর্তন ঘটে। নিয়ম অনুযায়ী, আগে ৎ বা দ্ এবং পরে ন্ বা ম্ থাকলে, ৎ বা দ্-এর স্থানে ‘ন’ হয় এবং পরবর্তী ন বা ম-এর সঙ্গে মিলিত হয়ে যথাক্রমে ‘ন্ন’ বা ‘ন্ম’ হয়। তবে যদি ৎ বা দ্-এর পর ল্ থাকে, তবে ৎ বা দ্ সন্ধিতে ‘ল্’ হয়ে যায় এবং পরবর্তী ল্-এর সঙ্গে মিলিত হয়ে ‘ল্ল’ হয়।
উদাহরণ:
-
উৎ + নীত = উন্নীত
-
ক্ষুধ + নিবৃত্তি = ক্ষুন্নিবৃত্তি
-
তদ্ + মাত্র = তন্মাত্র
-
উৎ + লাস = উল্লাস
0
Updated: 3 weeks ago
"পরীক্ষাচ্ছলে" শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
পরিক্ষা + চ্ছলে
B
পরীক্ষা + ছলে
C
পরীক্ষা + চ্ছলে
D
পরিক্ষা + ছলে
• সন্ধির নিয়ম:
- স্বরধ্বনির পরে ছ্ থাকলে ছ্ স্থানে চ্ছ হয়।
যেমন:
- বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া,
- কথা + ছলে = কথাচ্ছলে,
- পরীক্ষা + ছলে = পরীক্ষাচ্ছলে,
- প্রতি + ছবি = প্রতিচ্ছবি।
0
Updated: 1 month ago