"ণ-ত্ব ও ষ-ত্ব বিধান" কোন ধরনের শব্দে প্রযোজ্য?
A
দেশি শব্দে
B
তদ্ভব শব্দে
C
তৎসম শব্দে
D
বিদেশি শব্দে
উত্তরের বিবরণ
• ণ-ত্ব ও ষ-ত্ব বিধান:
-
ণ-ত্ব ও ষ-ত্ব বিধান হলো তৎসম শব্দের বানান সংক্রান্ত নিয়ম।
-
বানানে 'ণ' ও 'ষ' ব্যবহারের নিয়মকেই ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বলা হয়।
-
এই বিধান তৎসম শব্দে প্রযোজ্য।
-
বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে ণ-ত্ব ও ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়।
-
সমাসবদ্ধ শব্দের বানানেও এই বিধান প্রযোজ্য নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 1 month ago
কোন দুটি তৎসম উপসর্গ?
Created: 1 month ago
A
নির, দুর
B
ইতি, ঊন
C
অজ, অনা
D
ভর, রাম
বাংলা ভাষায় উপসর্গ দুটি প্রধান শ্রেণিতে বিভক্ত, যথা তৎসম (সংস্কৃত) উপসর্গ এবং বাংলা উপসর্গ। প্রতিটি উপসর্গের সংখ্যা ও উদাহরণ নিচে দেওয়া হলো।
-
তৎসম (সংস্কৃত) উপসর্গ: মোট ২০টি।
-
উদাহরণ: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
-
-
বাংলা উপসর্গ: মোট ২১টি।
-
উদাহরণ: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
-
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি তৎসম শব্দ নয়?
Created: 6 days ago
A
ভবন
B
ধর্ম
C
পাত্র
D
চামার
0
Updated: 6 days ago
‘খারিজ’ কোন ভাষার শব্দ?
Created: 2 months ago
A
ফারসি
B
ফরাসি
C
তুর্কি
D
আরবি
• ‘খারিজ’ 'আরবি' ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- বায়ুমণ্ডলের চাপ ও তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের ফলে সৃষ্ট প্রবল ঝড়।
আরো কিছু আরবি শব্দ:
- ইবাদত,
- ইনসান,
- এতিম,
- এলাকা,
- মুসাফির ইত্যাদি।
0
Updated: 2 months ago