A
পটকা মাছ
B
হাঙ্গর
C
ডলফিন
D
জেলী ফিস
উত্তরের বিবরণ
ডলফিন (বা শুশুক) ও তিমি হলো সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, যারা মানুষের মতো ফুসফুসের মাধ্যমে বাতাস গ্রহণ করে। এদের শরীরে মাছের মতো ফুলকা না থাকায় এরা পানির নিচে নিঃশ্বাস নিতে পারে না।
এই প্রাণীরা শ্বাস নেওয়ার জন্য মাথার উপরের দিকে অবস্থিত একটি ছিদ্র (যাকে ব্লোহোল বলা হয়) ব্যবহার করে। পানির ওপরে ভেসে থাকা অবস্থায় কেবল মাথার উপরাংশ বের করেই তারা সহজে বাতাস গ্রহণ করতে পারে।
প্রতিবার শ্বাস নেওয়ার পর ব্লোহোলটি শক্ত পেশির সাহায্যে সিল করে ফেলা হয়, যাতে পানি ফুসফুসে প্রবেশ করতে না পারে। এই ব্যবস্থাটি তাদের পানির নিচে নিরাপদে থাকার উপযোগী করে তোলে।
উৎস: uk.whales.org

0
Updated: 1 month ago