৪৮ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ দুধ মেশালে দুধ ও পানির অনুপাত ৭ : ৩ হবে?

A

১২ লিটার


B

১৫ লিটার


C

১৮ লিটার


D

২০ লিটার


উত্তরের বিবরণ

img

প্রশ্ন: ৪৮ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ দুধ মেশালে দুধ ও পানির অনুপাত ৭ : ৩ হবে?


সমাধান:

দুধ : পানি = ৫ : ৩

∴ অনুপাত রাশির যোগফল = ৫ + ৩ = ৮


দুধের পরিমাণ = ৪৮ × (৫/৮) = ৩০ লিটার

পানির পরিমাণ = ৪৮ × (৩/৮) = ১৮ লিটার


মনে করি,

ক লিটার দুধ মিশাতে হবে।


প্রশ্নমতে,

(৩০ + ক)/১৮ = ৭/৩

⇒ ৩ × (৩০ + ক) = ৭ × ১৮

⇒ ৯০ + ৩ক = ১২৬

⇒ ৩ক = ১২৬ - ৯০

⇒ ৩ক = ৩৬

⇒ ক = ১২


∴ ১২ লিটার দুধ মিশাতে হবে।

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

এক লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয় ও আয়ের অনুপাত কত?


Created: 1 month ago

A

১ : ৫


B

৪ : ৫


C

৩ : ৫


D

২ : ৫


Unfavorite

0

Updated: 1 month ago

একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয়মূল্যের অনুপাত ৩ঃ৭। তাদের বিক্রয় মূল্যের অনুপাত ১ঃ৪। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে কলমের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যে অনুপাত কত?

Created: 5 days ago

A

 ৩ঃ২

B

 ১৪ঃ৯

C

২১ঃ১৬

D

কোনোটিই নয়

Unfavorite

0

Updated: 5 days ago

৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে? 

Created: 1 month ago

A

৭০ 

B

৮০ 

C

৯০ 

D

৯৮

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD