দুইটি সম্পূরক কোণের অনুপাত ৭ : ৫ হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
A
৬০°
B
৪৫°
C
৩০°
D
৭৫°
উত্তরের বিবরণ
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ৭ : ৫ হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
সমাধান:
আমরা জানি, দুটি সম্পূরক কোণ-এর সমষ্টি ১৮০° হয়।
দেওয়া আছে, কোণ দুটির অনুপাত ৭ : ৫।
ধরি,
বড় কোণ = ৭ক
ছোট কোণ = ৫ক
প্রশ্নমতে,
৭ক + ৫ক = ১৮০°
১২ক = ১৮০°
ক = ১৮০°/১২
ক = ১৫°
∴ ক্ষুদ্রতম কোণটি হলো = ৫ক = ৫ × ১৫° = ৭৫°
0
Updated: 1 month ago
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
Created: 3 months ago
A
৭ ও ১১
B
১২ ও ১৮
C
১০ ও ২৪
D
১০ ও ১৬
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
সমাধান:
মনেকরি
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক
প্রশ্নমতে,
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
⇒ ১৬ক + ৪ = ১৫ক + ৬
⇒ ১৬ক - ১৫ক = ৬ - ৪
⇒ ক = ২
অতএব
সংখ্যা দুইটি যথাক্রমে ৫ ×২ = ১০ ও ৮ × ২ = ১৬
0
Updated: 3 months ago
A sum of money is to be divided among P, Q, R, S in the ratio 7 : 3 : 5 : 2. If R gets Tk. 2000 more than S, what is Q's share?
Created: 2 months ago
A
TK. 2000
B
TK. 2200
C
TK. 2500
D
TK. 3000
Step 1: Let the shares of P, Q, R, S be proportional to 7 : 3 : 5 : 2
Let the common multiple be . Then:
-
P =
-
Q =
-
R =
-
S =
Step 2: Use the information given about R and S
Step 3: Find Q's share
Answer: Q's share = Tk. 2000
0
Updated: 2 months ago
সমক্ষমতাসম্পন্ন ৬টি মেশিন প্রতি মিনিটে ২৭০টি বোতল উৎপন্ন করে। এরূপ ১০টি মেশিন ৪ মিনিটে কতটি বোতল উৎপন্ন করতে পারবে?
Created: 1 month ago
A
১৯০০টি
B
১৮২০টি
C
১২০০ টি
D
১৮০০ টি
প্রশ্ন: সমক্ষমতাসম্পন্ন ৬টি মেশিন প্রতি মিনিটে ২৭০টি বোতল উৎপন্ন করে। এরূপ ১০টি মেশিন ৪ মিনিটে কতটি বোতল উৎপন্ন করতে পারবে?
সমাধান:
৬টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ২৭০টি
১টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ২৭০/৬ = ৪৫টি
১০টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ৪৫ × ১০ = ৪৫০টি
১০টি মেশিন ৪ মিনিটে উৎপন্ন করে ৪৫০ × ৪ = ১৮০০টি
∴ ১৮০০টি বোতল উৎপন্ন করতে পারবে।
0
Updated: 1 month ago