শতকরা ৬ টাকা হার সুদে ৬০০ টাকা ৬ বছরে সুদে-আসলে কত হয়?
A
৭২০ টাকা
B
৮১৬ টাকা
C
৯৬০ টাকা
D
১০০০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: শতকরা ৬ টাকা হার সুদে ৬০০ টাকা ৬ বছরে সুদে-আসলে কত হয়?
সমাধান:
দেওয়া আছে,
আসল (P) = ৬০০ টাকা
সুদের হার (r) = ৬%
সময় (n) = ৬ বছর
আমরা জানি,
সরল সুদ, I = (Pnr)/১০০
∴ I = (৬০০ × ৬ × ৬)/১০০
∴ I = ২১৬০০/১০০
∴ I = ২১৬ টাকা
সুদে-আসলে = আসল + সুদ
= ৬০০ + ২১৬
= ৮১৬ টাকা
সুতরাং, সুদে-আসলে ৮১৬ টাকা হবে।
0
Updated: 1 month ago
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা লাভের পরিমাণ কত?
Created: 4 days ago
A
২০%
B
২৫%
C
৩৩%
D
৩৫%
সমাধান:
ধরা যাক, বিক্রয়মূল্য = ১ টাকা
তাহলে ক্রয়মূল্য = টাকা
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
শতকরা লাভ =
উত্তর: ২৫%
0
Updated: 4 days ago
এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক লাভের হার শতকরা কত?
Created: 1 month ago
A
১০%
B
১৫%
C
২৫%
D
২০%
প্রশ্ন: এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হল?
সমাধান:
লাভ = (৮৮০ - ৮০০) টাকা
= ৮০ টাকা
৮০০ টাকায় ৬ মাসে লাভ হয় = ৮০ টাকা
∴ ১ টাকায় ১ মাসে লাভ হয় = ৮০/(৮০০ × ৬) টাকা
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৮০ × ১০০ × ১২)/(৮০০ × ৬) টাকা
= ২০ টাকা
∴ বাৎসরিক লাভ = ২০%।
0
Updated: 1 month ago
একটি টেবিল ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ৮১০ টাকা বেশি হতো, তাহলে ১০% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?
Created: 1 month ago
A
২২৬০ টাকা
B
১৮০০ টাকা
C
২৫০০ টাকা
D
২৭০০ টাকা
সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্যে = ১০০ - ২০ = ৮০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্যে = ১০০ + ১০ = ১১০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = ১১০ - ৮০ = ৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০/৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৮১০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = {(১০০/৩০) × ৮১০} = ২৭০০ টাকা
∴ টেবিলটির ক্রয়মূল্য হলো ২৭০০ টাকা।
0
Updated: 1 month ago