বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
A
9 গুণ
B
12 গুণ
C
4 গুণ
D
8 গুণ
উত্তরের বিবরণ
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে নতুন ব্যাস = (3 × 2r) = 6r
∴ নতুন ব্যাসার্ধ = 6r/2 = 3r
∴ নতুন ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল = π(3r)2
= 9 × πr2
= 9 × পূর্বের ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল
অর্থাৎ বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল 9 গুণ হবে।
0
Updated: 1 month ago
PQ ও RS সরলরেখা দুইটি O বিন্দুতে ছেদ করেছে। যদি ∠x = 3∠y হয় তাহলে ∠y এর মান কত?
Created: 2 months ago
A
40°
B
45°
C
50°
D
55°
প্রশ্ন: PQ ও RS সরলরেখা দুইটি O বিন্দুতে ছেদ করেছে। যদি ∠x = 3∠y হয় তাহলে ∠y এর মান কত?
সমাধান:

ROS একটি সরলরেখা।
যেখানে,
∠x + ∠y = 180°
⇒ 3∠y + ∠y = 180°
⇒ 4∠y = 180°
⇒ ∠y = 180°/4
⇒ ∠y = 45°
0
Updated: 2 months ago
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
২৪২০ বর্গমিটার
B
২৫২০ বর্গমিটার
C
১৫২০ বর্গমিটার
D
২৪৮০ বর্গমিটার
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত?
সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = x মিটার
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (x - ২৩) মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ {x + (x - ২৩)} মিটার
= ২ × (২x - ২৩) মিটার
= (৪x - ৪৬) মিটার
প্রশ্নমতে,
৪x - ৪৬ = ২০৬
বা, ৪x = ২০৬ + ৪৬
বা, ৪x = ২৫২
বা, x = ২৫২/৪
∴ x = ৬৩
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৬৩ মিটার
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (৬৩ - ২৩) মিটার
= ৪০ মিটার
∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার
= (৬৩ × ৪০) বর্গমিটার
= ২৫২০ বর্গমিটার ।
0
Updated: 1 month ago
এক ইঞ্চি সমান কত মিলিমিটার?
Created: 5 days ago
A
২৪
B
২৫.৪
C
২৬
D
৩০
এক ইঞ্চি ২৫.৪ মিলিমিটার সমান। এটি আন্তর্জাতিক একক ব্যবস্থা (SI) অনুযায়ী নির্ধারিত। প্রাচীন সময়ে বিভিন্ন দেশের মধ্যে দৈর্ঘ্যের পরিমাপের জন্য ভিন্ন ভিন্ন একক ব্যবহৃত হত, তবে বর্তমানে মেট্রিক সিস্টেম বা মিটার সিস্টেম বিশ্বব্যাপী প্রচলিত।
এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
১ ইঞ্চি = ২৫.৪ মিমি
-
২৫.৪ মিলিমিটার = ১ ইঞ্চি
-
মেট্রিক সিস্টেমে দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার প্রভৃতি ব্যবহৃত হয়।
-
মেট্রিক সিস্টেম আন্তর্জাতিকভাবে একমাত্র অনুমোদিত দৈর্ঘ্য পরিমাপের একক সিস্টেম।
-
ইঞ্চি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়, তবে বিশ্বব্যাপী মিলিমিটার বা সেন্টিমিটার বেশি ব্যবহৃত।
0
Updated: 5 days ago