কোনো বৃত্তের পরিধি 31.4 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
A
5 সে.মি. (প্রায়)
B
7 সে.মি. (প্রায়)
C
9 সে.মি. (প্রায়)
D
6.32 সে.মি. (প্রায়)
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি 31.4 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের পরিধি = 31.4 সে.মি.
প্রশ্নমতে,
2πr = 31.4
⇒ r = 31.4/2π
⇒ r = 31.4/(2 × 3.1416)
⇒ r = 31.4/6.2832
⇒ r = 5 সে.মি. (প্রায়)

0
Updated: 16 hours ago
OSD - PSE - QSF - ?
Created: 1 day ago
A
QSF
B
ISL
C
RSG
D
TSI
প্রশ্ন: OSD - PSE - QSF - ?
সমাধান:
OSD - PSE - QSF - RSG
• ক্রমটিতে প্রথম অক্ষরগুলোর ক্রম হলো-
O - P - Q (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = R
• ক্রমটিতে S অক্ষরটি অপরিবর্তিত।
• ক্রমটিতে তৃতীয় অক্ষরগুলোর ক্রম হলো-
D - E - F (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = G
∴ ক্রমটির পরবর্তী অংশ = RSG

0
Updated: 1 day ago
বিষমবাহু △ABC এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত △ABD এর ক্ষেত্রফল x বর্গমিটার। △ABC এর ক্ষেত্রফল কত?
Created: 2 weeks ago
A
x2 বর্গমিটার
B
2x বর্গমিটার
C
(x/2)2 বর্গমিটার
D
(√x/3)3 বর্গমিটার
প্রশ্ন: বিষমবাহু △ABC এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত △ABD এর ক্ষেত্রফল x বর্গমিটার। △ABC এর ক্ষেত্রফল কত?
সমাধান:
যেকোনো ত্রিভূজের মধ্যমা ঐ ত্রিভূজকে সমদ্বিখন্ডিত করে।
তাই মধ্যমা AD, ΔABD ও ΔACD এ সমান ভাগে ভাগ করে।
যেহেতু ΔABD এর ক্ষেত্রফল x বর্গমিটার সেহেতু ΔACD এর ক্ষেত্রফল হবে x বর্গমিটার
সুতরাং, ΔABC এর ক্ষেত্রফল= ΔABD এর ক্ষেত্রফল + Δ ABD এর ক্ষেত্রফল
= x + x
= 2x বর্গমিটার

0
Updated: 2 weeks ago
6y - 9x + 12 = 0, রেখার ঢাল কত?
Created: 2 weeks ago
A
1/2
B
1/3
C
2/3
D
3/2
প্রশ্ন: 6y - 9x + 12 = 0, রেখার ঢাল কত?
সমাধান:
আমরা জানি,
y = mx + c দ্বারা সরলরেখা বুঝায়। যার ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c
এখন,
6y - 9x + 12 = 0
⇒ 6y = 9x - 12
⇒ y = (9x - 12)/6
∴ y = (3/2)x - 2
সমীকরণটিকে y = mx + c এর সাথে তুলনা করে পাই,
m = 3/2
∴ প্রদত্ত রেখার ঢাল = 3/2

0
Updated: 2 weeks ago