কোনো বৃত্তের পরিধি 31.4 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
A
5 সে.মি. (প্রায়)
B
7 সে.মি. (প্রায়)
C
9 সে.মি. (প্রায়)
D
6.32 সে.মি. (প্রায়)
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি 31.4 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের পরিধি = 31.4 সে.মি.
প্রশ্নমতে,
2πr = 31.4
⇒ r = 31.4/2π
⇒ r = 31.4/(2 × 3.1416)
⇒ r = 31.4/6.2832
⇒ r = 5 সে.মি. (প্রায়)
0
Updated: 1 month ago
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৬ : ৮ হলে ক্ষেত্রফলের অনুপাত কত?
Created: 1 month ago
A
৯ : ১৬
B
৪ : ৯
C
২ : ৯
D
৮ : ১৫
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৬ : ৮ হলে ক্ষেত্রফলের অনুপাত কত?
সমাধান:
ধরি,
ব্যাসার্ধ যথাক্রমে ৬ক ও ৮ক
ক্ষেত্রফলের অনুপাত = π(৬ক)২ : π(৮ক)২
= ৩৬πক২ : ৬৪πক২
= ৯ : ১৬
0
Updated: 1 month ago
OSD - PSE - QSF - ?
Created: 1 month ago
A
QSF
B
ISL
C
RSG
D
TSI
প্রশ্ন: OSD - PSE - QSF - ?
সমাধান:
OSD - PSE - QSF - RSG
• ক্রমটিতে প্রথম অক্ষরগুলোর ক্রম হলো-
O - P - Q (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = R
• ক্রমটিতে S অক্ষরটি অপরিবর্তিত।
• ক্রমটিতে তৃতীয় অক্ষরগুলোর ক্রম হলো-
D - E - F (অক্ষরগুলো ক্রমিক)
এই ক্রমটির পরবর্তী অক্ষর হবে = G
∴ ক্রমটির পরবর্তী অংশ = RSG
0
Updated: 1 month ago
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৮ বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
Created: 2 months ago
A
৪ মিটার
B
৬√২ মিটার
C
৮ মিটার
D
৪√২ মিটার
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৮ বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 8 বর্গমিটার
প্রশ্নমতে,
(বাহু)২ = ৮
⇒ বাহু = √৮
∴ বাহু = ২√২
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২ × বাহু
= √২ × ২√২
= ৪ মিটার
0
Updated: 2 months ago