a4 + 4 এর উৎপাদক কত?
A
(a2 - 2a - 2) (a2 - 2a + 2)
B
(a2 - 2a + 2) (a2 + 2a - 2)
C
(a2 + 2a + 2) (a2 - 2a + 2)
D
(a2 + 2a + 2) (a2 + 2a - 2)
উত্তরের বিবরণ
প্রশ্ন: a4 + 4 এর উৎপাদক কত?
সমাধান:
a4 + 4
= a4 + 4 + 4a2 - 4a2
= (a2)2 + 2. a2. 2 + (2)2 - (2a)2
= (a2 + 2)2 - (2a)2
= (a2 + 2 + 2a) (a2 + 2 - 2a)
= (a2 + 2a + 2) (a2 - 2a + 2)
0
Updated: 1 month ago
4x2 - 4x + 1 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
Created: 1 month ago
A
অমূলদ ও অসমান
B
বাস্তব ও অসমান
C
অবাস্তব ও অসমান
D
বাস্তব ও সমান
প্রশ্ন: 4x2 - 4x + 1 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো 4x2 - 4x + 1 = 0
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই,
a = 4
b = - 4
c = 1
এখন, সমীকরণের নিশ্চয়ক (D) নির্ণয় করি।
নিশ্চয়ক, D = b2 - 4ac
= (- 4)2 - 4 × 4 × 1
= 16 - 16
= 0
যেহেতু, নিশ্চয়ক (D) এর মান শূন্য, তাই মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
∴ মূলদ্বয়ের প্রকৃতি হলো বাস্তব ও সমান।
0
Updated: 1 month ago
log2
+ log4 + log16 + log256 + ... এই ধারার প্রথম দশটি পদের সমষ্টি কত?
Created: 1 month ago
A
210 log2
B
(29 - 1)log2
C
2log2
D
(210 - 1)log2
প্রশ্ন: log2
+ log4 + log16 + log256 + ... এই
ধারার প্রথম দশটি পদের সমষ্টি
কত?
সমাধান:
log2 + log4 + log16 + log256 + ...
প্রথম 10টি পদ হবে,
log(21) + log(22) + log(24) + log(28)
+ log(216) + log(232) + log(264) + log(2128)
+ log(2256) + log(2512)
= (1 + 2 + 4 + 8 + 16 + 32 + 64 + 128 + 256 + 512)log2
এখানে,
প্রথম পদ = 1, সাধারণ অনুপাত = 2 এবং সংখ্যা = 10
= a(rn - 1)/(r - 1) ; r > 1
= 1(210 - 1)/(2 - 1)
= 210 - 1
এই ধারার প্রথম দশটি পদের সমষ্টি
(210 - 1)log2
0
Updated: 3 days ago
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
Created: 2 months ago
A
১৮০°
B
১৫০°
C
২৭০°
D
৩৬০°
প্রশ্ন: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত?
সমাধান:

ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ x + y + z = b + c + a + c + a + b
= 2 (a + b + c)
= 2 × 180°
= 360°
∴ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি ৩৬০ ডিগ্রি
0
Updated: 2 months ago