A
১৯৬১ সালে
B
১৯৫৭ সালে
C
১৯৫১ সালে
D
১৯৬৫ সালে
উত্তরের বিবরণ
মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপ
-
মহাকাশযাত্রার সূচনা হয়েছিল ১৯৫৭ সালের ৪ অক্টোবর।
-
এই যাত্রার সূচনা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
-
তারা স্পুটনিক-১ নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে।
-
"স্পুটনিক" শব্দের অর্থ হলো ভ্রমণসঙ্গী বা সহযাত্রী।
-
একই বছর ২ নভেম্বর, তারা স্পুটনিক-২ নামক আরেকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়।
উল্লেখযোগ্য তথ্য:
-
প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহ: এক্সপ্লোরার-১
-
উৎক্ষেপণ তারিখ: ২ ফেব্রুয়ারি ১৯৫৮।
-
-
প্রথম মানুষবাহী কৃত্রিম উপগ্রহ: ভস্টক-১ (সোভিয়েত ইউনিয়ন)।
-
প্রথম মহাকাশযাত্রী: ইউরি গ্যাগারিন (সোভিয়েত ইউনিয়ন)।
-
তিনি ১৯৬১ সালের ১২ এপ্রিল ভস্টক-১ এ চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন।
-
উৎস: সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

0
Updated: 17 hours ago
২০২৪ সালে দেশে কোন খাতে সর্বাধিক বৈদেশিক বিনিয়োগ এসেছে?
Created: 1 day ago
A
ব্যাংকিং খাত
B
কৃষি ও মৎস্য খাত
C
পোশাক খাত
D
টেলিকমিউনিকেশন খাত
বৈদেশিক বিনিয়োগ:
- মূলত বিদেশ থেকে যত বিনিয়োগ আসে এবং সেই সময়ে আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করার পর বিয়োজন করলে যা অবশিষ্ট থাকে সেটাই নিট বিনিয়োগ।
- ২০২৪ সালে দেশে মোট নেট এফডিআই এসেছে ১.২৭ বিলিয়ন ডলার বা ১২৭ কোটি ডলার।
- এটি ২০২৩ সালের তুলনায় ১৩.২৫ শতাংশ কম।
⇒ ২০২৪ সালে আসা মোট এফডিআইয়ের মধ্যে ৬২২ মিলিয়ন ডলার ছিল রিইনভেস্টেড আর্নিংস।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে ব্যাংকিং খাতে—৪১৬ মিলিয়ন ডলার।
- এরপর পোশাক খাতে এসেছে ৪০৭ মিলিয়ন ডলার।
- এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩ কোটি ৬০ লাখ, কৃষি ও মৎস্য খাতে ৭ কোটি ৫ লাখ এবং ট্রেডিং খাতে ৫ কোটি ৬৩ লাখ ডলার এফডিআই এসেছে।
- এর মধ্যে বিদেশি বিনিয়োগ বেড়েছে চামড়া, কৃষি, মৎস্য ও ট্রেডিং খাতে; কমেছে তৈরি পোশাক ও বস্ত্র খাতে। এ ছাড়া বিদ্যুৎ, ফার্মাসিউটিক্যালস ও টেলিকমিউনিকেশন খাতেও গত বছর এফডিআই কমেছে।

0
Updated: 1 day ago
রাষ্ট্রবিজ্ঞানী জন অস্টিনের মতে আইনের উৎস কয়টি?
Created: 2 days ago
A
১টি
B
২টি
C
৪টি
D
৬টি
-
জন অস্টিন আইনের দৃষ্টবাদী তত্ত্বের কঠোর সমর্থক ছিলেন। তার মতে, আইনের একমাত্র উৎস হলো ‘সার্বভৌমের আদেশ’ (Sovereign Command)।
আইন:
-
আইন হলো ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণমূলক নিয়মের সমষ্টি, যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
-
জন অস্টিনের মতে আইনের উৎস মাত্র ১টি:
১. সার্বভৌমের আদেশ। -
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা -
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 2 days ago
মারি চুক্তি কত সালে সম্পাদিত হয়?
Created: 18 hours ago
A
১৯৫৩ সালে
B
১৯৫৪ সালে
C
১৯৫৫ সালে
D
১৯৫৬ সালে
মারি চুক্তি (১৯৫৫)
-
প্রেক্ষাপট:
-
স্বাধীন পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান রচনায় ব্যর্থ হলে দ্বিতীয় গণপরিষদ ১৯৫৫ সালের ৭ জুলাই মারিতে প্রথম অধিবেশনে মিলিত হয়।
-
এই অধিবেশনে পাকিস্তানের সব প্রদেশের নেতৃবৃন্দ, বিশেষ করে মুসলিম লীগ, আওয়ামী লীগ ও যুক্তফ্রন্ট, সংবিধান সংক্রান্ত আপোস চুক্তি সম্পাদন করেন।
-
-
চুক্তির খসড়া:
-
চুক্তি ‘মারি চুক্তি’ নামে পরিচিত।
-
এতে ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় অঞ্চলের সংসদ সদস্য একমত হন।
-
স্বাক্ষরকারীরা ছিলেন: এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী, চৌধুরী মোহাম্মদ আলী, আতাউর রহমান খান, মোস্তাক হোসেন গুরমানী।
-
-
চুক্তির পরবর্তী ঘটনা:
-
১৯৫৫ সালের ১১ আগস্ট চৌধুরী মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হন।
-
তাঁর মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন এ. কে. ফজলুল হক।
-
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা।
-
-
প্রভাব:
-
১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর পশ্চিম পাকিস্তানের সব প্রদেশ একত্রিত হয়ে একটি প্রদেশ গঠন করা হয়।
-
১৯৫৬ সালের ৮ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের’ বিল উত্থাপন করা হয়।
-
২ মার্চ গভর্নর জেনারেল বিলে সম্মতি দিলে সংবিধান বলবৎ হয়।
-
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) সংগ্রামের নোটবুক
iii) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

0
Updated: 18 hours ago