জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
A
ট্রিগভে হাভডেন লি
B
পেরেজ ডি কুয়েলার
C
দ্যাগ হ্যামারশোল্ড
D
উথান্ট
উত্তরের বিবরণ
জাতিসংঘের মহাসচিব সম্পর্কিত তথ্য
প্রথম মহাসচিব
-
নাম: ট্রিগভে হাভডেন লি
-
দায়িত্বকাল: ১৯৪৬-১৯৫৩
-
দেশ: নরওয়ে
দ্বিতীয় মহাসচিব
-
নাম: দ্যাগ হ্যামারশোল্ড
-
দায়িত্বকাল: ১৯৫৩-১৯৬১
-
দেশ: সুইডেন
-
মৃত্যু: ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর, তানজানিয়ার আরুশা শহরের কাছে বিমান দুর্ঘটনায়
-
বিশেষত্ব: মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ
-
নোট: তিনি কঙ্গোতে শান্তি মিশনে যাচ্ছিলেন, তখন দুর্ঘটনা ঘটে
-
শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য জাতিসংঘ ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রবর্তন করেছে
চতুর্থ মহাসচিব
-
নাম: কুর্ট ওয়াল্ডহেইম
-
দেশ: অস্ট্রিয়া
-
উল্লেখযোগ্য ঘটনা: তার দায়িত্বকালেই বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 1 month ago
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
Created: 1 month ago
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৭৮ সালে
বাংলাদেশে জনশুমারি দেশের জনসংখ্যা ও আর্থ-সামাজিক অবস্থা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উপায়। এটি প্রতি দশ বছর অন্তর দেশের সব নাগরিক ও বসবাসকারীর তথ্য সংগ্রহ করে নীতি প্রণয়ন, পরিকল্পনা ও উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহার করা হয়।
-
১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়।
-
জনশুমারি ও গৃহগণনার মাধ্যমে প্রতি দশ বছর অন্তর দেশের আর্থ-সামাজিক ও জনমিতিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা হয়।
-
এরপর ১৯৮১ সালে দ্বিতীয় শুমারি এবং পরবর্তীতে প্রতি দশ বছরে নিয়মিতভাবে শুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২২ সালের ১৫-২১ জুন দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা সম্পন্ন করে।
-
২০২২ সালের শুমারি প্রথমবার Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে, ডিজিটাল ট্যাবলেট ব্যবহার করে পরিচালিত হয়।
-
তথ্যসংগ্রহে Modified De-facto পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে খানার সদস্যদের পাশাপাশি কর্তব্যরত ও ভ্রমণরত সদস্যদেরও তাদের নিজ নিজ খানায় গণনা অন্তর্ভুক্ত করা হয়।
-
এই পদ্ধতিতে তথ্য-উপাত্ত সংগ্রহের সমস্ত প্রক্রিয়া তথ্যপ্রযুক্তি নির্ভরভাবে সম্পন্ন হয়।
0
Updated: 1 month ago
স্বর্ণা সার আবিষ্কার করেন কে?
Created: 1 month ago
A
ড. আনোয়ার হোসেন
B
ড. আব্দুল খালেক
C
ড. মোবারক আহমেদ খান
D
ড. মাকসুদুল আলম
স্বর্ণা সার হলো একটি জৈব সার, যা কৃষিতে উদ্ভিদের বৃদ্ধি ও ফলন বৃদ্ধিতে ব্যবহৃত হয়।
-
বৈজ্ঞানিক নাম: ফাইটা হারমোন ইনডিউসার
-
আবিষ্কারক: ড. সৈয়দ আব্দুল খালেক, ১৯৮৭ সালে
-
পেটেন্টপ্রাপ্ত: ১৯৯৩ সালে
উল্লেখযোগ্য অন্যান্য গবেষণা:
-
ড. মোবারক আহমেদ খান, ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন।
-
ড. মাকসুদুল আলম পাটের জিনোম আবিষ্কার করেন।
0
Updated: 4 weeks ago
'Exercise Tiger Lightning 2025' কী?
Created: 1 month ago
A
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া
B
বাংলাদেশ সেনা বাহিনীর বার্ষিক মহড়া
C
বাংলাদেশ ও চীনের যৌথ সামরিক মহড়া
D
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া
Exercise Tiger Lightning 2025 হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক মহড়া, যা পারস্পরিক সামরিক সহযোগিতা ও যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।
প্রধান তথ্যগুলো হলো:
-
আয়োজনকারী: বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ড (United States Army Pacific Command-এর তত্ত্বাবধানে)।
-
স্থান: সিলেটের জালালাবাদ সেনানিবাসস্থ প্যারা কমান্ডো ব্রিগেড।
-
অংশগ্রহণকারীরা:
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৬৬ জন নেভাডা ন্যাশনাল গার্ড সদস্য
-
বাংলাদেশ: ১০০ জন প্যারা কমান্ডো ব্রিগেড সদস্য
-
-
সময়কাল: ২৫ জুলাই থেকে ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত ৬ দিন
-
উদ্দেশ্য:
-
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি
-
কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়ন
-
সামরিক প্রস্তুতি জোরদার করা
-
0
Updated: 1 month ago