A
Unofficial poll of public opinion
B
Poll based on random representation
C
‘Yes-no’ vote
D
Manipulated elections
উত্তরের বিবরণ
'Straw vote' বলতে বোঝায় একটি অনানুষ্ঠানিক জনমত জরিপ।
⇒ Straw poll, straw vote, এবং straw ballot হলো অ্যাডহক বা বেসরকারি ধরণের ভোট, যা কোনো নির্দিষ্ট বিষয়ে মানুষের সাধারণ মতামত জানার জন্য ব্যবহৃত হয়।
-
এগুলো রাজনীতিবিদদের জন্য সহায়ক হতে পারে—কোন বিষয়ে জনসমর্থন বেশি, তা বুঝে বক্তৃতা বা প্রচারণার কৌশল নির্ধারণ করতে।
-
বড় গ্রুপ বা সভায় এ ধরনের ভোট কথোপকথনের দিক নির্ধারণ করে এবং দেখানো হয় কোনো বিষয় নিয়ে আরও সময় ও মনোযোগ দেয়া উচিত কি না।
-
(যদি গোপন ব্যালট না হয়) এতে উপস্থিত সদস্যদের অবস্থানও বোঝা যায়—কে কোন পক্ষ সমর্থন করছে।
-
তবে Robert’s Rules of Order অনুসারে আনুষ্ঠানিক সভায় স্ট্রো ভোট গ্রহণের পদ্ধতি অনুমোদিত নয়।
উৎস: Oxford Dictionary.

0
Updated: 2 months ago