২০২৬ ফুটবল বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?
A
৪৮টি
B
৪২টি
C
৩২টি
D
২৬টি
উত্তরের বিবরণ
২০২৬ ফিফা বিশ্বকাপ – প্রধান তথ্য
-
আয়োজক দেশ: কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র (প্রথমবার তিনটি দেশে অনুষ্ঠিত হবে)।
-
অংশগ্রহণকারী দল: ৪৮টি দেশ।
-
নকআউট পর্ব: ৩২ দল নিয়ে শুরু হবে (প্রথমবার)।
-
সময়সীমা: ৩০-৩২ দিনের পরিবর্তে হবে ৩৯ দিন।
-
ম্যাচ সংখ্যা: ৬৪ থেকে বেড়ে ১০৪টি ম্যাচ।
-
উদ্বোধন: ১১ জুন ২০২৬, আজতেকা স্টেডিয়াম (মেক্সিকো)।
-
ফাইনাল: ১৯ জুলাই ২০২৬, মেটলাইফ স্টেডিয়াম (নিউ জার্সি, যুক্তরাষ্ট্র)।
-
ফিফা সভাপতি (মে ২০২৫): জিয়ান্নি ইনফান্তিনো।
ভবিষ্যৎ বিশ্বকাপ আয়োজন
-
২০৩০ ফিফা বিশ্বকাপ
-
মূল আয়োজক: মরক্কো, স্পেন ও পর্তুগাল।
-
বিশেষ আয়োজন: শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
-
বৈশিষ্ট্য: প্রথমবারের মতো তিন মহাদেশে আয়োজন।
-
-
২০৩৪ ফিফা বিশ্বকাপ
-
আয়োজক: সৌদি আরব।
-
আসর সংখ্যা: ২৫তম বিশ্বকাপ।
-
উৎস: ফিফা ওয়েবসাইট, প্রথম আলো।
0
Updated: 1 month ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে?
Created: 1 month ago
A
সৌদি আরব
B
যুক্তরাষ্ট্র
C
সংযুক্ত আরব আমিরাত
D
বাহরাইন
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- এই আয় ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬.৪২ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।
⇒ রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. যুক্তরাষ্ট্র,
২. সৌদি আরব,
৩. সংযুক্ত আরব আমিরাত,
৪. যুক্তরাজ্য,
৫. মালয়েশিয়া।
0
Updated: 1 month ago
‘A Short History of the Saracens' বিখ্যাত গ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
সৈয়দ আমীর আলী
B
সৈয়দ আমীর হামজা
C
নওয়াব আব্দুল লতিফ
D
রাজা রামমোহন রায়
সৈয়দ আমীর আলী ছিলেন মুসলিম পুনর্জাগরণের একজন প্রভাবশালী নেতা ও চিন্তাবিদ, যিনি মুসলিম ইতিহাস, সংস্কৃতি এবং শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
প্রধান তথ্যগুলো হলো:
-
জন্ম: ১৮৪৯, হুগলি জেলা, ভারত
-
শিক্ষা: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন
-
লিখিত কাজ:
-
The Spirit of Islam
-
A Short History of the Saracens
-
এ গ্রন্থদ্বয়ে মুসলিম বিশ্বের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় অতীত বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে
-
-
সামাজিক ও শিক্ষামূলক ভূমিকা: মুসলিম সমাজে আত্মবিশ্বাস ও সংস্কার চিন্তার বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান
-
রাজনৈতিক দায়িত্ব: ১৯১২ সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত
-
প্রধান লক্ষ্য: শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় চিন্তায় আধুনিকীকরণ
0
Updated: 1 month ago
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে?
Created: 1 month ago
A
ষাট গম্বুজ মসজিদ
B
বায়তুল মোকাররম মসজিদ
C
শাহ সুজা মসজিদ
D
তারা মসজিদ
বাংলাদেশি নতুন ১০০ টাকার নোট:
- 'বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য' শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১২ আগস্ট, ২০২৫ থেকে বাজারে এসেছে।
- এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
- নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত এবং নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ থাকছে। নোটটিতে থাকছে নীল রঙের আধিক্য।
- নোটের সামনে বাঁ পাশে আছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি।
- নোটের মাঝখানের ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত রয়েছে। নোটের পেছন ভাগে আছে সুন্দরবনের ছবি।
- নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।
0
Updated: 1 month ago