A
নৌকাডুবি
B
যোগাযোগ
C
ঘরে-বাইরে
D
চোখের বালি
উত্তরের বিবরণ
'চোখের বালি' উপন্যাস
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস
-
বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেছেন
-
প্রথমবার সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার
-
ব্যক্তিত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার
-
প্রকাশকাল: ১৯০৩
প্রধান চরিত্র
-
বিনোদিনী (বিধবা; আশা-আকাঙ্ক্ষা, প্রেম, দুঃখ উপন্যাসের কাহিনি এগিয়ে নিয়ে যায়)
-
মহেন্দ্র
-
আশালতা (মহেন্দ্রের স্ত্রী; পতিব্রতা)
-
বিহারী
-
রাজলক্ষী
রচনাবলীর সংক্ষিপ্ত বিবরণ
-
মহেন্দ্র আশালতার ভালোবাসা উপেক্ষা করে বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসসমূহ
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
দুই বোন
-
মালঞ্চ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায় ইত্যাদি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 18 hours ago
ভারতচন্দ্র রায়গুণাকর কত শতকের কবি?
Created: 2 weeks ago
A
ষোলো শতক
B
সতের শতক
C
পনের শতক
D
আঠার শতক
ভারতচন্দ্র রায়গুণাকর
-
জীবনকাল: ১৭১২ – ১৭৬০ খ্রি.
-
তিনি আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি।
-
মধ্যযুগের শেষ মহান কবি; তাঁকে ‘নাগরিক কবি’ বলেও অভিহিত করা হয়।
-
শ্রেষ্ঠ সৃষ্টি: ‘অন্নদামঙ্গল’ (রচনাকাল: ১৭৫২-৫৩ খ্রি.)
-
এই কাব্যের দ্বিতীয় অংশ হলো ‘বিদ্যাসুন্দর’।
-
বৈশিষ্ট্য: ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।
-
অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন:
“অন্নদামঙ্গলকাব্য অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য, সমগ্র বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থের অন্যতম।”
-
-
অন্যান্য উল্লেখযোগ্য রচনা: ‘সত্যনারায়ণের পাঁচালী’।

0
Updated: 2 weeks ago
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন?
Created: 1 day ago
A
রোসাঙ্গ রাজসভা
B
লক্ষ্মণ সেনের রাজসভা
C
কৃষ্ণনগর রাজসভা
D
মিথিলার রাজসভা
• ভারতচন্দ্র রায়গুণাকর:
-
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
সংক্ষিপ্ত পরিচয়:
-
মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি।
-
রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।
-
অন্নদামঙ্গল কাব্যের ৩টি খন্ড রয়েছে।
-
মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
-
প্রথম কাব্য: বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
-
উনবিংশ শতাব্দীর কলকাতায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
-
৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
'মৈমনসিংহ গীতিকা' সম্পাদনা করেন কে?
Created: 1 day ago
A
দীনেশচন্দ্র সেন
B
বসন্তরঞ্জন রায়
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
চন্দ্রকুমার দে
✦ মৈমনসিংহ গীতিকা
সংজ্ঞা:
-
ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত লোকগান ও পালাগানের সমষ্টিকে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
সংগ্রাহক:
-
চন্দ্রকুমার দে (ময়মনসিংহ নিবাসী)
-
উদ্যোগ: অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেন (কলকাতা বিশ্ববিদ্যালয়)
প্রকাশনা:
-
সম্পাদনা: দীনেশচন্দ্র সেন
-
প্রকাশকাল: ১৯২৩ সাল
-
প্রকাশক: কলকাতা বিশ্ববিদ্যালয়
বিশ্বজনীনতা:
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
অন্তর্ভুক্ত গীতিকা ও রূপকথা (মোট ১০টি):
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা (রূপকথা)
-
দেওয়ান মদিনা

0
Updated: 1 day ago