কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা-
A
দিনাজপুর
B
রাজশাহী
C
কুমিল্লা
D
ময়মনসিংহ
উত্তরের বিবরণ
বাংলাদেশে ধান উৎপাদন (২০২৪ অনুযায়ী)
-
সার্বিকভাবে বিভাগ অনুযায়ী সর্বাধিক উৎপাদন: রংপুর বিভাগ
-
সার্বিকভাবে জেলা অনুযায়ী সর্বাধিক উৎপাদন: ময়মনসিংহ জেলা
ধানভিত্তিক উৎপাদন বিভাজন:
-
বোরো ধান
-
শীর্ষ বিভাগ: রাজশাহী
-
শীর্ষ জেলা: ময়মনসিংহ
-
-
আউশ ধান
-
শীর্ষ বিভাগ: চট্টগ্রাম
-
শীর্ষ জেলা: কুমিল্লা
-
-
আমন ধান
-
শীর্ষ বিভাগ: রংপুর
-
শীর্ষ জেলা: দিনাজপুর
-
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪
0
Updated: 1 month ago
National Academy for Primary Education কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ঢাকা
B
গাজীপুর
C
ময়মনসিংহ
D
পাবনা
National Academy for Primary Education (নেপ):
-
অবস্থান: ময়মনসিংহ।
-
প্রতিষ্ঠা: নেপ সর্বপ্রথম ১৯৬৯ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
মহান স্বাধীনতার পর: ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজগুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে কার্যক্রম শুরু করে।
-
১৯৭৮ সালে: ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশন "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
-
১৯৮৫ সালে: এর নামকরণ করা হয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
-
২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।
সূত্র: নেপ ওয়েবসাইট
0
Updated: 2 months ago
'গ্রাম সরকার' ব্যবস্থার প্রবক্তা কে ছিলেন?
Created: 1 month ago
A
জিয়াউর রহমান
B
তাজউদ্দিন আহমদ
C
বিচারপতি আবদুস সাত্তার
D
হুসেইন মুহম্মদ এরশাদ
গ্রাম সরকার ব্যবস্থা গঠনের মূল প্রবর্তক ছিলেন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান।
-
জিয়াউর রহমান গ্রাম পুলিশকে ব্রিটিশ চৌকিদার মডেলে সংগঠিত করেন।
-
তিনি গ্রামে গ্রামে ঘুরে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং তাদের নেতৃত্ব, সততা ও কর্মস্পৃহায় অনুপ্রাণিত হয়ে স্বনির্ভর গ্রাম সরকার গঠনের সিদ্ধান্ত নেন।
-
এই গ্রাম সরকারের মাধ্যমে জনগণ নিজেদের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারতেন।
-
গ্রাম সরকারের মোট সদস্য সংখ্যা ছিল ১৪ জন, যার মধ্যে ৬ জন নারী সদস্য থাকতেন।
-
১৯৮২ সালে জেনারেল এরশাদ থানাগুলোকে উপজেলায় উন্নীত করে উপজেলা পরিষদ গঠন করেন।
উৎস:
0
Updated: 1 month ago
মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম কী?
Created: 3 weeks ago
A
সোহরাই
B
সাংগ্রাই
C
বিহু
D
বাইসু
মারমা
মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, যারা মূলত পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় বসবাস করে। তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের নিজস্ব ভাষা রয়েছে, যা ‘ভোট বর্মী’ শাখার বর্মী ভাষা। মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী, এবং তাদের প্রধান বর্ষবরণ উৎসব হলো সাংগ্রাই।
-
রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা:
-
গ্রাম পর্যায়: প্রধান কারবারি
-
মৌজা পর্যায়: হেডম্যান
-
সার্কেল পর্যায়: রাজা
-
গ্রাম, মৌজা এবং সার্কেল প্রধানদের মূল দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা
-
-
উল্লেখযোগ্য তথ্য: সাংগ্রাই উৎসব রাখাইন জনগোষ্ঠীর বর্ষবরণ ও প্রধান উৎসবের সঙ্গে সম্পর্কিত
0
Updated: 3 weeks ago