সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে কোন দুই দেশের মধ্যে?
A
ভারত ও চীন
B
যুক্তরাষ্ট্র ও কানাডা
C
রাশিয়া ও যুক্তরাষ্ট্র
D
বাংলাদেশ ও ভারত
উত্তরের বিবরণ
কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত
-
কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
-
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থলসীমান্ত রয়েছে।
-
সীমান্তের একটি অংশ হলো যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডের সঙ্গে কানাডার সীমান্ত,
এবং অপর অংশ হলো আলাস্কার সঙ্গে উত্তর কানাডার সীমান্ত। -
এই যৌথ সীমান্ত বরাবর কানাডার ৮টি প্রদেশ (Provinces) এবং যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য (States) অবস্থিত।
-
কানাডা-যুক্তরাষ্ট্র স্থলসীমান্তের মোট দৈর্ঘ্য ৮,৮৯৩ কিলোমিটার।
-
সেন্ট লরেন্স নদী ও গ্রেট লেকস দুই দেশের মধ্যে সীমান্তের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করেছে।
উৎস: World Atlas
0
Updated: 1 month ago
১৯৭৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সংবিধান মোট কতবার সংশোধন হয়েছে? [আগস্ট - ২০২৫]
Created: 1 month ago
A
১৬ বার
B
১৮ বার
C
১৫ বার
D
১৭ বার
বাংলাদেশের সংবিধান স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার মূল দলিল হিসেবে প্রণীত হয়। এটি সময়ের সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে একাধিকবার সংশোধিত হয়েছে। সংবিধানের প্রথম সংশোধনী হয় ১৯৭৩ সালে এবং সর্বমোট ১৭ বার সংশোধন সম্পন্ন হয়েছে।
-
১৯৭৩ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয়।
-
সংবিধান গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
এটি কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধান এ পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে।
-
এই ১৭টি সংশোধনীর মধ্যে—
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার
-
জিয়াউর রহমানের সময়ে ২ বার
-
এরশাদের সময়ে ৪ বার
-
শেখ হাসিনার সরকারের সময়ে ৩ বার
-
খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনালের বিধান কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
Created: 1 month ago
A
১০৩নং অনুচ্ছেদ
B
১১৭নং অনুচ্ছেদ
C
১০৮নং অনুচ্ছেদ
D
১১০নং অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধানের ১১৭নং অনুচ্ছেদ অনুযায়ী, প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করার ক্ষমতা সংসদের নিকট সংরক্ষিত। এই ট্রাইব্যুনালগুলো প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী ও রাষ্ট্রায়ত্ত সংস্থা সম্পর্কিত বিষয়গুলোতে এখতিয়ার প্রয়োগের জন্য কার্যকর।
প্রধান তথ্যগুলো হলো:
-
প্রশাসনিক ট্রাইব্যুনাল স্থাপনের উদ্দেশ্য:
-
নবম ভাগে বর্ণিত বিষয়াদি এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মশর্ত ও দণ্ড সম্পর্কিত বিষয়।
-
যে কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের পরিচালনা, ব্যবস্থাপনা এবং সম্পত্তির অর্জন ও বণ্টন।
-
-
সংসদের ক্ষমতা: আইনের মাধ্যমে এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল স্থাপন করা।
অন্য সংবিধানিক প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
১০৩নং অনুচ্ছেদ: আপিল বিভাগের এখতিয়ার সংজ্ঞা।
-
১০৮নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টকে "কোর্ট অফ রেকর্ড" হিসেবে সংজ্ঞায়িত।
-
১১০নং অনুচ্ছেদ: অধস্তন আদালত থেকে হাইকোর্টে মামলা স্থানান্তর সংক্রান্ত বিধান।
0
Updated: 1 month ago
দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি?
Created: 1 month ago
A
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
B
আরিস্টোফার্মা লিমিটেড
C
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড
D
রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বাংলাদেশে রাষ্ট্রীয় উদ্যোগে ওষুধ উৎপাদনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জনস্বাস্থ্য রক্ষা ও দেশের অভ্যন্তরে মানসম্পন্ন ওষুধ সরবরাহের জন্য এটি ধারাবাহিকভাবে কাজ করে আসছে।
-
দেশের একমাত্র রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।
-
১৯৬২ সালে গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি (GPL) নামে কার্যক্রম শুরু করে।
-
১৯৭৯ সালে নাম পরিবর্তন করে ফার্মাসিউটিক্যালস প্রোডাকশন ইউনিট (PPU) রাখা হয়।
-
১৯৮৩ সালে জনস্বাস্থ্য রক্ষা ও মানসম্মত ওষুধ উৎপাদনের উদ্দেশ্যে এটি আধুনিকভাবে প্রতিষ্ঠিত হয়।
-
সরকারি হাসপাতাল, সিভিল সার্জন অফিস, ইউনিসেফ, WHO, আইসিডিডিআরবিসহ বিভিন্ন সংস্থায় মানসম্পন্ন ওষুধ সরবরাহ করে।
-
এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
0
Updated: 1 month ago