মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপটির সূচনা হয়েছিল কত সালে?
A
১৯৬১ সালে
B
১৯৫৭ সালে
C
১৯৫১ সালে
D
১৯৬৫ সালে
উত্তরের বিবরণ
মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপ
-
মহাকাশযাত্রার সূচনা হয়েছিল ১৯৫৭ সালের ৪ অক্টোবর।
-
এই যাত্রার সূচনা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
-
তারা স্পুটনিক-১ নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে।
-
"স্পুটনিক" শব্দের অর্থ হলো ভ্রমণসঙ্গী বা সহযাত্রী।
-
একই বছর ২ নভেম্বর, তারা স্পুটনিক-২ নামক আরেকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়।
উল্লেখযোগ্য তথ্য:
-
প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহ: এক্সপ্লোরার-১
-
উৎক্ষেপণ তারিখ: ২ ফেব্রুয়ারি ১৯৫৮।
-
-
প্রথম মানুষবাহী কৃত্রিম উপগ্রহ: ভস্টক-১ (সোভিয়েত ইউনিয়ন)।
-
প্রথম মহাকাশযাত্রী: ইউরি গ্যাগারিন (সোভিয়েত ইউনিয়ন)।
-
তিনি ১৯৬১ সালের ১২ এপ্রিল ভস্টক-১ এ চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন।
-
উৎস: সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদের ভিত্তিতে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসরণ করে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হয়?
Created: 1 month ago
A
১১১নং অনুচ্ছেদ
B
১০৬নং অনুচ্ছেদ
C
১১০নং অনুচ্ছেদ
D
১০৯নং অনুচ্ছেদ
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধানের ১০৬ নং অনুচ্ছেদের প্রেক্ষিতে কার্যক্রম শুরু করে। এই অনুচ্ছেদ সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক ক্ষমতা সম্পর্কিত বিধান নির্ধারণ করে, যা রাষ্ট্রপতি আইনগত ও জনগুরুত্বপূর্ণ প্রশ্নে আদালতের মতামত গ্রহণের সুযোগ প্রদান করে।
-
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হয় সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ভিত্তিতে।
-
১০৬ নং অনুচ্ছেদ: সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার
-
রাষ্ট্রপতির নিকট যদি এমন কোন প্রশ্ন উত্থাপিত হয় বা সম্ভাবনা দেখা দেয় যা জনগুরুত্বপূর্ণ, তাহলে তিনি তা আপীল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারেন।
-
আপীল বিভাগ নিজ বিবেচনায় উপযুক্ত শুনানি শেষে রাষ্ট্রপতিকে মতামত জ্ঞাপন করে।
-
-
অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
১০৯ নং অনুচ্ছেদ: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ।
-
১১০ নং অনুচ্ছেদ: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
১১১ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলকতা।
-
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধ চলাকালে ‘আফসার ব্যাটালিয়ন’ প্রধানত কোন অঞ্চলে যুদ্ধ পরিচালনা করেছিল?
Created: 1 month ago
A
নোয়াখালী
B
রাজশাহী
C
ময়মনসিংহ
D
পাবনা
আঞ্চলিক মুক্তিবাহিনী – আফসার ব্যাটালিয়ন ও অন্যান্য বাহিনী
-
আফসার ব্যাটালিয়ন:
-
গঠিত: ময়মনসিংহ জেলার ভালুকা থানার মাল্লিকবাড়ী গ্রামে
-
নেতৃত্ব: মেজর আফসার উদ্দিন আহমদ
-
কার্যপরিধি: দক্ষিণ ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ফুলবাড়ীয়া, গফরগাঁও; টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল, সখিপুর; গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর
-
ভূমিকা: অনিয়মিত কিন্তু শক্তিশালী মুক্তিবাহিনী হিসেবে পাকসেনাদের বিরুদ্ধে লড়াই করা।
-
-
অন্যান্য আঞ্চলিক বাহিনী:
-
কাদেরিয়া বাহিনী – টাঙ্গাইল
-
বাতেন বাহিনী – টাঙ্গাইল
-
হেমায়েত বাহিনী – গোপালগঞ্জ ও বরিশাল
-
হালিম বাহিনী – মানিকগঞ্জ
-
আকবর বাহিনী – মাগুরা
-
লতিফ মীর্জা বাহিনী – সিরাজগঞ্জ ও পাবনা
-
জিয়া বাহিনী – সুন্দরবন
-
-
ঢাকার গেরিলা দল:
-
পরিচিত: ‘ক্র্যাক প্লাটুন’
-
কার্যক্রম: ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটানো।
-
আফসার ব্যাটালিয়নসহ আঞ্চলিক বাহিনী ও ঢাকার গেরিলা দল মুক্তিযুদ্ধে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ ও কার্যকর অবদান রেখেছিল।
0
Updated: 1 month ago
স্বর্ণা সার আবিষ্কার করেন কে?
Created: 1 month ago
A
ড. আনোয়ার হোসেন
B
ড. আব্দুল খালেক
C
ড. মোবারক আহমেদ খান
D
ড. মাকসুদুল আলম
স্বর্ণা সার হলো একটি জৈব সার, যা কৃষিতে উদ্ভিদের বৃদ্ধি ও ফলন বৃদ্ধিতে ব্যবহৃত হয়।
-
বৈজ্ঞানিক নাম: ফাইটা হারমোন ইনডিউসার
-
আবিষ্কারক: ড. সৈয়দ আব্দুল খালেক, ১৯৮৭ সালে
-
পেটেন্টপ্রাপ্ত: ১৯৯৩ সালে
উল্লেখযোগ্য অন্যান্য গবেষণা:
-
ড. মোবারক আহমেদ খান, ২০০৮ সালে পাট থেকে ঢেউটিন তৈরির পদ্ধতি আবিষ্কার করেন।
-
ড. মাকসুদুল আলম পাটের জিনোম আবিষ্কার করেন।
0
Updated: 4 weeks ago