A
সত্যেন্দ্রনাথ দত্ত
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
অমিয় চক্রবর্তী
D
বিষ্ণু দে
উত্তরের বিবরণ

0
Updated: 17 hours ago
‘ইউসুফ-জোলেখা’ কাব্যটি কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে?
Created: 4 weeks ago
A
সংস্কৃত
B
উর্দু
C
ফারসি
D
আরবি
‘ইউসুফ-জোলেখা’ কাব্য
‘ইউসুফ-জোলেখা’ একটি কাহিনি-নির্ভর কাব্যগ্রন্থ, যার রচয়িতা শাহ মুহম্মদ সগীর। এটি ফারসি ভাষা থেকে অনূদিত।
প্রমাণ থেকে জানা যায়, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ-এর রাজত্বকালে (১৩৮৯–১৪০৯ খ্রিষ্টাব্দ) এ কাব্য রচিত হয়। সে বিচারে এটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা, এবং শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য।
ইউসুফ-জোলেখার কাহিনি বাইবেল ও কোরান—উভয় গ্রন্থেই বর্ণিত হয়েছে। ইরানের কবি ফেরদৌসি (মৃত্যু ১০২৫ খ্রিষ্টাব্দ) এই নামে কাব্য রচনা করেছিলেন।
এটি মূলত একটি অনুবাদ কাব্য, যা রোমান্টিক প্রণয়োপাখ্যানের উৎকৃষ্ট নিদর্শন।

0
Updated: 4 weeks ago
'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 2 days ago
A
আহমদ ছফা
B
সিকান্দার আবু জাফর
C
রফিক আজাদ
D
শামসুদ্দীন আবুল কালাম

0
Updated: 2 days ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘দুই সৈনিক’ এর লেখক কে?
Created: 2 weeks ago
A
শওকত আলী
B
শহীদুল্লাহ কায়সার
C
শওকত ওসমান
D
সেলিনা হোসেন
‘দুই সৈনিক’ (শওকত ওসমান)
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
প্রকাশকাল: ১৯৭৩ খ্রি.
-
উপন্যাসে ১৯৭১ সালের ২৫ মার্চের পরবর্তী কোনো দিনের অনূর্ধ্ব পাঁচ ঘণ্টার একটি ঘটনার বর্ণনা রয়েছে।
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭ খ্রি.; পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
শওকত ওসমান রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাঙ্গী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
জননী
-
চৌরসন্ধি ইত্যাদি।

0
Updated: 2 weeks ago